জগন্নাথপুর টাইমসবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪, ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় অ্যাকাউন্টেন্টস ক্লাব ইউকের চ্যারিটি ইভেন্ট ২৭ সেপ্টেম্বর

Jagannathpur Times Uk
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান :

দ্য অ্যাকাউন্টেন্টস ক্লাব ইউকের উদ্যোগে চ্যারিটি ডিনার ও নেটওয়ার্কিং ইভেন্ট আয়োজন করা হয়েছে । আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ব্লু-রুম স্পোর্টস ভেন্যুতে (২২০ হেডস্টোন লেইন, হ্যারো এইচএ২ ৬এলওয়াই) এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সমাজ উন্নয়নমূলক কাজে ও পরিবেশ সুরক্ষায় চ্যারিটি ইভেন্ট থেকে উত্তোলিত অর্থ ব্যয় করা হবে।

গত ২৩ সেপ্টেম্বর, সোমবার লন্ডন-বাংলা প্রেস ক্লাবে দ্য অ্যাকাউন্টেন্টস ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ক্লাবের সভাপতি মোঃ হাসিব হাওলাদার, সাধারণ সম্পাদক এনাম খান, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আহবাব হোসেন, সহ-সভাপতি রাজ্জাকুল হায়দার বাপ্পি, যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন, প্রেস ও প্রচার সম্পাদক এস কে আবু সাজ্জাদ, আইন সম্পাদক মোহাম্মদ আলাদিন ও ইসি মেম্বার মোহাম্মদ তারেক।

সংবাদ সম্মেলনে ক্লাবের সাধারণ সম্পাদক এনাম খান বলেন, আমরা পরিবেশগত কারণে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসন এবং বাংলাদেশে গাছ লাগানোর লক্ষ্যে সমর্থন এবং সহায়তা আহ্বান করছি। এই চ্যারিটি ইভেন্টের উদ্দেশ্য হলো সমাজের উন্নয়ন এবং পরিবেশের সুরক্ষায় সময়োপযোগী যথাযথ অবদান রাখা।
অংশগ্রহণকারী সকলে আন্তরিক বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা, অনুপ্রেরণামূলক বক্তৃতা, আকর্ষণীয় র‍্যাফেল ড্র এবং নিলাম কর্মসূচীগুলো একত্রে উপভোগ করতে পারবেন। পাশাপাশি থাকবে সুস্বাদু খাবার পরিবেশনের ব্যবস্থা। সকল ডোনেশন সরাসরি রোটারি ইন্টারন্যাশনালের মাধ্যমে বাংলাদেশ ও অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চ্যারিটেবল কার্যক্রমে প্রদানে করা হবে। যুক্তরাজ্যে বসবাসরত সব দাতা তাদের দানের ওপর গিফট রিলিফও দাবি করতে পারবেন, যা এই ইভেন্টকে আরও আকর্ষণীয় করে তুলবে।

অ্যাকাউন্ট্যান্টস ক্লাব ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় উল্লেখ করা বলা হয়, যার লক্ষ্য হলো ব্রিটিশ বাংলাদেশী চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের একটি পেশাদার নেটওয়ার্কে একত্রিত করা। এই ক্লাবের মাধ্যমে সদস্যদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতার আদান-প্রদান বৃদ্ধি পাবে, যা পারস্পরিক সহযোগিতা সম্প্রসারিত করবে এবং আমাদের কমিউনিটির বাইরেও ইতিবাচক প্রভাব ফেলবে। ক্লাবটি সকল সদস্য, স্থানীয় ব্যবসায়ী কমিউনিটি, সরকার এবং মূল অংশীদারদের সাথে ইতিবাচকভাবে জড়িত হওয়ার উদ্দেশ্যে কাজ করছে, যাতে পরিবর্তিত বিশ্বের চ্যালেঞ্জগুলো সঠিকভাবে মোকাবিলা করা যায়।

দ্য অ্যাকাউন্ট্যান্টস ক্লাবের নির্বাহী কমিটি এবং সকল সদস্য এই চ্যারিটি ইভেন্টের আয়োজন করতে পেরে গর্বিত উল্লেখ করে বলা হয়, আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সমাজের উন্নয়ন এবং পরিবেশের সুরক্ষায় একটি নতুন মাত্রা যুক্ত করতে চাই। হাডসন ওয়্যার যুক্তরাজ্যের অন্যতম শীর্ষ ইনসলভেন্সি প্র্যাকটিশনার। মি. হাসিব হাওলাদার এফসিএ, সিটিএ, এফসিসিএ, জেআইইবি- যিনি দ্য অ্যাকাউন্টেন্টস ক্লাবেরও সভাপতি, এই প্রতিষ্ঠানের একজন মালিক ও পরিচালক। হাডসন ওয়্যার হল যুক্তরাজ্যের একমাত্র ইনসলভেন্সি প্র্যাকটিশনার ফার্ম, যেখানে বাংলাদেশী বংশোদ্‌ভূত ইনসলভেন্সি প্র্যাকটিশনার, ম্যানেজার ও অন্যান্য অফিসারগণ কাজ করে থাকেন। হাডসন ওয়্যার দ্য অ্যাকাউন্টেন্টস ক্লাবের আয়োজনে আসন্ন চ্যারিটি ইভেন্টের স্পনসর হওয়ার সুযোগ পেয়ে গর্বিত। এই ইভেন্টটি শুধু একটি দান কার্যক্রম নয়, বরং এটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। হাডসন ওয়্যার বিশ্বাস করে যে, এই ধরনের উদ্যোগে অংশগ্রহণ করে তারা পরিবেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আমরা আশা করি, এই সহযোগিতা সমাজে ব্যাপক প্রভাব ফেলবে এবং সকলের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে।
সকল ব্যবসায়ী এবং কমিউনিটি নেতৃবৃন্দকে এই চ্যারিটি ইভেন্টে নিবন্ধন করার জন্য সবিনয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে। অনুষ্ঠানটি তথ্যবহুল এবং বিনোদনমূলক হবে। সাংস্কৃতিক শো, নেটওয়ার্কিং, অনুপ্রেরণামূলক বক্তৃতা এবং সুস্বাদু খাবার এই সমাবেশকে অবিস্মরণীয় করে তুলবে। তাছাড়া, আকর্ষণীয় র‍্যাফেল ড্র এবং নিলামের আয়োজনে পুরস্কার থাকবে এক্সক্লুসিভ পণ্য এবং ভ্রমণ প্যাকেজ। এখান থেকে প্রাপ্ত সকল অর্থ পরিবেশগত কার্যক্রমে এবং বন্যা পরবর্তী পুনর্বাসনে ব্যয় করা হবে।

এতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলা হয়, এই শুভ কাজে একসঙ্গে অংশগ্রহণ করে আমরা সমাজে আরও বেশি অবদান রাখতে পারি। একত্রে আমাদের সমাজ এবং পরিবেশের জন্য কাজ করি। দি অ্যাকাউন্টেন্টস ক্লাব একটি বড় ধরণের সমাবেশের অপেক্ষায় রয়েছে, যেখানে একত্রিত হবে কমিউনিটি নেতৃবৃন্দ, অ্যাকাউন্টেন্টস, আইনজীবী, ব্যাংকার, ব্যবসায়ী এবং অন্যান্য পেশাজীবীগণ। আমাদের লক্ষ্য হলো একত্রিত হয়ে সমাজের উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখা। আমরা বিশ্বাস করি, সকলের সহযোগিতায় এই আয়োজন হবে স্মরণীয় এবং আমাদের কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। আপনার উপস্থিতি এবং সমর্থন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আসুন, একসাথে একটি সুন্দর সন্ধ্যা কাটাই। আরো তথ্য বা অংশগ্রহণ ও স্পনসরশিপের সুযোগ সম্পর্কে জানতে ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।