জগন্নাথপুর টাইমসবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

কবিতায় থাকতে হবে অলংকার, চিত্রকল্প, মুন্নি আক্তারের কবিতাসন্ধ্যায় -কবি পুলিন রায় 

Jagannathpur Times Uk
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সিলেট : 
কবি মুন্নি আক্তার-এর একক কবিতাসন্ধ্যা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবি পুলিন রায় বলেছেন, কবিতায় থাকতে হবে অলংকার, চিত্রকল্প, রূপক, সংকেত ও সমসাময়িক দৃশ্যপট ইত্যাদি। যেনতেনভাবে কবিতা লিখলে হবে না। এজন্য দরকার সাধনা এবং নিষ্ঠা। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে কবিকে গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে পঠনপাঠনের মাধ্যমে কলমকে আরো শাণিত করতে হবে।
সম্প্রতি ‘সাহিত্যসন্ধি’ (নতুনত্বের সন্ধানে) সংগঠনের উদ্যোগে সিলেট নগরীর দরগা গেইটস্থ কেমুসাস সাহিত্য আসর কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাহিত্যসন্ধি’র প্রতিষ্ঠাতা কবি ও শিশুসাহিত্যিক শান্তা কামালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লিটল ম্যাগাজিন ‘ভাস্কর’ স¤পাদক ও সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায়। প্রধান আলোচকের বক্তব্য রাখেন কবি ও ছড়াকার শাহাদত বখত শাহেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক আজম মন্ডল রানা ও শিপারা শিপা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জসিম বুক হাউস আম্বরখানা সিলেটের প্রকাশক ও সত্ত্বাধিকারী মো. জসিম উদ্দিন।
সাহিত্যসন্ধি’র সাধারণ স¤পাদক ও কবি রিপন মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি জসিম হাসান রাফী। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন ও বক্তব্য রাখেন লেখক ও সহকারী অধ্যাপক জান্নাত আরা খান পান্না, কবি ও কথাসাহিত্যিক দেলোয়ারা বেগম, কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তারের জীবনসঙ্গী (স্বামী) মনিরুল ইসলাম ইঞ্জিনিয়ার, কবি ও বিকেবি সাবেক কর্মকর্তা মো. ফজলুল হক, গাঙচিল সিলেট জেলার সভাপতি জগলুল হক, বিকেবি’র সাবেক ম্যানেজার মো. আব্দুল মালেক, গাঙ্গচিল সিলেট মহানগরের সভাপতি এবং গীতিকার ও শিক্ষক এইচ আই হামিদ, কবি ও শিক্ষক মোস্তাফিজ সৈয়দ, কবি ও সংগঠক আজমল আহমদ, কবি ও গীতিকার এডভোকেট আশালতা, কবি ও সংগঠক আব্দুল কাদির জীবন, কবি ও গীতিকার বিমান বিহারী বিশ্বাস, কবি ও গল্পকার মাহফুজ জোহা, কবি রকিব রুবাইয়্যাত রহমান, সার্জন টিভির পরিচালক জুবের আহমদ, কবি সাজিদুর রহমান, ব্যবসায়ী শাহজাহান সাজু, সংগঠক মো. নজরুল ইসলাম, ওমর ফারুক, কাওসার আহমেদ, আলী আহসান হাবীব, শাব্বির আহমদ, শাকিব আহমেদ, শোয়েব, কবি রোকসনা বেগম, মাকসুদুর রহমান তালুকদার, নিশান, তোফাজ্জল হোসেন, মেহেদী হাসান জামী, মো. সাইফুল ইসলাম, উৎস, কয়েস আহমেদ, সুবেদ মিয়া, যুব সংগঠক কয়সর আহমদ কাওসার, কবি ফাতেমা, কবি নাজমা, শাহাব উদ্দিন জাহার, ইশতিয়াক, কবি সুজাত প্রমুখ। প্রধান অতিথি কবি পুলিন রায় তাঁর বক্তব্যে কবি মুন্নি আক্তারের কতিপয় পঙক্তি পাঠ করে কবির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের অন্যান্য বক্তা কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তারের কবিতার প্রশংসা করেন এবং তার লেখা যেন আরো সম্প্রচারিত এবং পাঠকপ্রিয় হয় সেই আশাবাদ ব্যক্ত করেন। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে সার্জন টিভি ও টাচ অফ সিলেট।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।