জগন্নাথপুর টাইমসশনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

২০ অক্টোবর লন্ডনের ভিক্টোরিয়া পার্কে ১১তম মুসলিম চ্যারিটি রান

Jagannathpur Times Uk
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৭:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

এস কে এম আশরাফুল হুদা :

আগামী ২০ অক্টোবর রোববার সকাল সাড়ে ৯টায় পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১তম মুসলিম চ্যারিটি রান । এতে ইস্ট লন্ডন মসজিদ সহ প্রায় ৪০টি চ্যারিটি সংস্থা অংশগ্রহণ করবে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লন্ডন মুসলিম সেন্টারে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে চ্যারিটি রানের ব্যাপারে বিস্তারিত তথ্যাদি তুলে ধরা হয়।

ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ ও ফান্ডরাইজিং ম্যানেজার তজম্মুল আলী।
জুনায়েদ আহমদ বলেন, প্রতি বছর সামার এলেই কমিউনিটির মানুষ মুসলিম চ্যারিটি রান-এর অপেক্ষায় থাকেন । কারণ এই দিনটিতে তাঁরা খোলা মাঠে একত্রে মিলিত হওয়ার সুযোগ পান । দৌঁড়ে, হেঁটে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করে থাকেন । ২০১২ সালে আমরা যখন ‘রান ফর ইউর মস্ক’ কর্মসূচি শুরু করি তখন ভাবিনি এটা এতদূর এগিয়ে যাবে । কিন্তু নাহ- এক বছর, দুই বছর করে এবার এই কর্মসূচি ১১তম বর্ষে পা রাখলো । এটি কমিউনিটির মানুষের জন্য বছরের একটি সেরা কর্মসূচিতে রূপান্তরিত হয়েছে ।
এই কর্মসূচির লক্ষ্য শুধু ফান্ডরেইজিং নয়, কমিউনিটির মানুষকে স্বাস্থ্যসচেতন করাও একটি অন্যতম উদ্দেশ্য । আমরা এ ক্ষেত্রে সফল হয়েছি । অনেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে নিয়মিত দৌঁড়াদৌড়ির অভ্যেস গড়ে তুলেছেন । শুরুতে একসাথে ৫ কিলোমিটার দৌড়ানোর পর পরবর্তীতে অভ্যাস করে নিয়েছেন । এখন প্রতিদিনই সকালে নিয়মিত দৌড়েন এবং হাঁটেন । মানুষের মধ্যে শারিরীক ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে মুসলিম চ্যারিটি রান সত্যিকার অর্থে একটি সফল কর্মসূচি । দিনদিনই এই কর্মসূচি আরো বড় হচ্ছে।

জুনায়েদ বলেন, ২০২২ সালে অনুষ্ঠিত দশম মুসলিম চ্যারিটি রানে ৪০টি চ্যারিটি সংস্থা অংশ্রহণ করে ১২০ হাজার পাউণ্ডের বেশি সংগ্রহ করে । গত ১০ বছরে এই চ্যারিটি কর্মসূচিতে প্রায় ৭ হাজার মানুষ অংশগ্রহণ করেছে । শতাধিক মানুষ মুসলিম চ্যারিটি রানে দৌড় শুরু করে পরবর্তীতে বৃটেনের মূলধারার ম্যারাথনে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে । তাছাড়া অনেকেই স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন চ্যারিটি রানে অংশগ্রহণ করছেন । এটা আমাদের একটি বড় সাফল্য।

এবারের মুসলিম চ্যারিটি রানে স্পনসর হিসেবে রয়েছে ইসলামিক রিলিফ, গ্লোবাল রিলিফ ট্রাস্ট, মুনতাদা এইড, হেলথ ইয়াতিম, হিউম্যান অ্যাপিল, মুসলিম এইড, সাবা রিলিফ, চ্যারিটি রাইট, গ্লোবাল এহসান রিলিফ, লঞ্চগুড, আল-খায়ের ফাউন্ডেশন, মুসলিম চ্যারিটি, হিউম্যান রিলিফ ফাউন্ডেশন, মুসলিম হেলপ ইউকে, সালাম চ্যারিটি, সারকার সলিসিটর্স, বামফোর্ড ট্রাস্ট ও এস.কে.টি ওয়েলফেয়ার ।

৬টি ক্যাটাগরিতে অংশগ্রহণের সুযোগ থাকবে । অনুর্ধ ১২ বছর, ১৩ থেকে ১৭ বছর, ১৮ থেকে ৩০ বছর, ৩১ থেকে ৪৫ বছর, ৪৬ থেকে ৫৫ বছর এবং ৫৬ ও ততোর্ধ বয়স ক্যাটাগরি। ১২ বছর বয়সের নিচের মেয়েরাও অংশগ্রহণ করতে পারবে । এতে বিজয়ীদের মধ্যে আকর্ষনীয় পুরষ্কার প্রদান করা হবে । দৌড়ে অংশগ্রহণে আগ্রহীরা www.muslimcharityrun.co.uk ওয়েবসাইট ভিজিট অথবা 020 7650 3008 নাম্বারে ফোন করে তাঁদের নাম রেজিষ্ট্রেশন করতে পারবেন।

ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ কমিউনিটির ছেলে-বুড়ো-যুবক সর্বস্তরের মানুষকে মুসলিম চ্যারিটি রানে অংশগ্রহণের আহবান জানান। তিনি বলেন, কমিউনিটির মানুষের জন্য এটি একটি বিশেষ দিন । আসুন, সকলে একসাথে মিলে ভালো কাজের জন্য ফান্ডরেইজ করি এবং দিনটিকে সপরিবারে উপভোগ করি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।