জগন্নাথপুর টাইমসশনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

টাওয়ার হ্যামলেটসের উদ্যোক্তাদের ব্যবসায়িক সহায়তায় ৪টি প্রকল্প চালু

Jagannathpur Times Uk
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৭:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

মির্জা আবুল কাসেম  :

টাওয়ার হ্যামলেটস বারার স্থানীয় উদ্যোক্তাদের তাদের ব্যবসায়িক আকাঙ্খা অর্জনে সহায়তা করার জন্য চারটি প্রকল্প চালু করেছে কাউন্সিল। কোন বাসিন্দার দুর্দান্ত ব্যবসায়িক ধারণা থাকলেও কীভাবে শুরু করবেন তা নিশ্চিত নন, বা তারা ইতিমধ্যে একটি ব্যবসা চালাচ্ছেন এবং বৃদ্ধির সুযোগগুলো অন্বেষণ করতে চান, সেই সব ক্ষেত্রে এই প্রকল্পসমূহ স্থানীয় ব্যবসাগুলিকে উন্নত করতে সহায়তা করার জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রদান করবে।

টাওয়ার হ্যামলেটসের সেই সকল বাসিন্দা এই প্রকল্পগুলোর সুবিধা পাবেন যাদের ইতিমধ্যে প্রতিষ্ঠিত কোন ব্যবসা নেই।
প্রকল্প চারটির একটি হচ্ছে লীন স্টার্ট আপ সাপোর্ট, যার মাধ্যমে সেই সকল উদীয়মান উদ্যোক্তা যারা কোনরূপ আর্থিক সমর্থন ছাড়াই ব্যবসা শুরু করতে চান, তাদেরকে সহায়তা দেয়া হবে।

সাপোর্টেড একসেস টু ফাইন্যান্স নামের দ্বিতীয় প্রকল্পের আওতায় উদীয়মান উদ্যোক্তাদের নিজেদের ব্যবসা শুরু করতে, একটি ব্যবসায?িক পরিকল্পনা তৈরি করতে এবং ব্যবসাকে স্বপ্ন থেকে বাস্তবে পরিণত করার জন্য আবেদন করার এবং তহবিল লাভ করার উপায় গুলো বোঝার জন্য সহযোগিতা করা হবে। প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষ করে ব্যবসা শুরু করবেন যারা এমন ১০০ জনকে ২৫০০ পাউন্ড অনুদান দেয়া হবে।
এছাড়া প্রতিষ্ঠিত ব্যবসা/ভিসিএস সংস্থাগুলির জন্য রয়েছে আরও দু’টি বিশেষ প্রকল্প। এগুলি হচ্ছে উইমেন মিন বিজনেস এবং সোশ্যাল এন্টারপ্রাইজ ইমপ্যাক্ট প্রজেক্ট।

উইমেন মিন বিজনেস প্রজেক্ট টাওয়ার হ্যামলেটসের ৫০টি ছোট স্বাধীন মহিলার নেতৃত্বাধীন -মালিকানাধীন ব্যবসায় সহযোগিতা করবে।
আর সোশ্যাল এন্টারপ্রাইজ ইমপ্যাক্ট প্রজেক্ট ৫০টি স্বেচ্ছাসেবী এবং কমিউনিটি সেক্টর সংস্থাকে তাদের নিজস্ব সামাজিক উদ্যোগ তৈরি এবং পরিচালনায় সহায়তা করবে।

টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জন্য গৃহীত এই চারটি বিশেষ প্রকল্প বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এ উপলক্ষে টাউন হলের কাউন্সিল চেম্বারে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলের লীড মেম্বার ফর স্কিলস্ এন্ড গ্রোথ কাউন্সিলর মুশতাক আহমেদ। কাউন্সিলের বিজনেস গ্রোথ সিনিয়র ম্যানেজার শাহি মফজ্জিলের পরিচালনায় এই লঞ্চিং ইভেন্টে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন আলিয়া ইম্পেক্ট লিমিটেড, রেবেল বিজনেস স্কুল, সারা কার্টার কনসালটেন্সির প্রতিনিধিরা। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।