জগন্নাথপুর টাইমসশনিবার , ৫ অক্টোবর ২০২৪, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সিএনজিচালক আলী হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড

Jagannathpur Times Uk
অক্টোবর ৫, ২০২৪ ৮:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটের বিয়ানীবাজারে সিএনজিচালিত অটোরিকশাচালক হযরত আলী হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক শায়লা শারমিন এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শহিদুল ইসলাম (রওশন আলীর ছেলে, জগন্নাথপুর, সুনামগঞ্জ), সুমন আহমদ (বাদশা মিয়ার ছেলে, দক্ষিণ সুনামগঞ্জ), শিপু মিয়া (ফজিল বারীর ছেলে, দক্ষিণ সুনামগঞ্জ),  জাকারিয়া মুন্না (হাজী মুসুক মিয়ার ছেলে, দক্ষিণ সুনামগঞ্জ), মো. রুহুল আমিন (হরমুজ আলীর ছেলে, দক্ষিণ সুনামগঞ্জ)। আসামিরা সবাই পলাতক রয়েছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৪ সালের ১৭ আগস্ট রাতে দণ্ডপ্রাপ্ত আসামিরা সিলেটের কদমতলী থেকে হযরত আলীর সিএনজি ভাড়া করে বিয়ানীবাজারে যান। বিয়ানীবাজারের পুরুষপাল এলাকায় পৌঁছালে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। আহত হযরত আলীকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। পরদিন নিহতের ভাই শুক্কুর আলী মামলা দায়ের করেন।

 

হত্যাকাণ্ডের দীর্ঘ ১০ বছর পর আদালত পাঁচ আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। মামলার বাদী শুক্কুর আলী তার ভাই হত্যার বিচার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে রায় কার্যকর করার দাবি জানিয়েছেন। প্রতীকী ছবি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।