জগন্নাথপুর টাইমসসোমবার , ৭ অক্টোবর ২০২৪, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জেনেভায় জাতি সংঘের সদরদপ্তর চত্তরে আওয়ামীলীগ নেতা-কর্মীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

Jagannathpur Times Uk
অক্টোবর ৭, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নবেল ইকবাল, জেনেভা থেকে :

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ ও সুইজারল্যান্ড আওয়ামী লীগ উদ্যোগে সুইজারল্যান্ডের জেনেভা শহরে বাংলাদেশের এই অবৈধ অন্তবর্তীকালিন সরকারের বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশে করে, পরে জাতি সংঘের সদরদপ্তর চত্তরে মানববন্ধন শেষে স্বারকলিপি প্রদান করেছে ।

সোমবার (৭ অক্টোবর) জাতি সংঘের সদরদপ্তরের সামনে মানববন্ধন শেষে স্বারকলিপি প্রদান করে বক্তব্য রাখেন— সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুর ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ‍্যামল খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ।

বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক , যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরি ও স্পেন আওয়ামী সাংগাঠনিক সম্পাদক বদরুল কামালী।

উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগ, ইউরোপ আওয়ামী লীগের বিভিন্ন দেশের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অন্যান্য  নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে বক্তারা বলেন— বাংলাদেশে ৫ আগস্ট দেশে-বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্বপক্ষের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে, সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্যকরেছে এই অবৈধ সরকার।

তারা অবৈধ ক্ষমতা দখল করেছে , ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন, নারী ধর্ষণ, লুটপাট, ভাংচুর, অগ্নিসংযোগ করছে, আওয়ামীলীগের অসংখ্য নেতাকর্মীদের হত্যা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।

এমনকি বর্তমানে প্রবাসে অবস্থানরত ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, সুইজারল্যান্ড সহ ইউরোপে বসবাসরত আওয়ামীলীগ কর্মী ও সমর্থকদের উপরও এই সরকার এবং সরকারের লোক মিথ্যা মামলা , ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানী করছে— এই মানববন্ধনে এসবের নিন্দা জানান উপস্থিত বক্তারা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।