জগন্নাথপুর টাইমসসোমবার , ৭ অক্টোবর ২০২৪, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব লন্ডনে এস.ডাব্লিউ.এফ সলিসিটর্স ফার্মের নতুন শাখা উদ্বোধন

Jagannathpur Times Uk
অক্টোবর ৭, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

এস কে এম আশরাফুল হুদা :

সেরা মানের আইনী সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে পূর্ব লন্ডনে এস.ডব্লিউ.এফ সলিসিটর্স ফার্মের নতুন শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গত ১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ১৯ হ্যানরিক স্ট্রিটে (কমার্শিয়াল রোডের পাশে) টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ ফিতা কেটে এই শাখার উদ্বোধন ঘোষণা করেন।

এস.ডব্লিউ.এফ সলিসিটর্স এর পরিচালক ও প্রধান সলিসিটর ব্যারিস্টার সুহেল আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক বিচারক ব্যারিস্টার কুতুব উদ্দিন শিকদার এমবিই, শিক্ষাবিদ প্রফেসর সানাওয়ার চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, শিল্পপতি খালেকুজ্জামান, লেখক সাদেকুল আমিন, সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটর্স-এর প্রেসিডেন্ট ফারিদা হাকিম, ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র ইমাম হাফিজ মাওলানা আবুল হোসাইন খান, ব্যারিস্টার শাম উদ্দিন, ব্যবসায়ী ফরহাদ চৌধুরী, শরীফ মাহমুদ, এমকিউ হাসান সলিসিটর্সের কর্ণধার বিশিষ্ট আইনজীবী মুহাম্মদ কামরুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী হেলাল খান, কমিউনিটি ব্যক্তিত্ব ফারুক জামান, সলিসিটর মুনসাত চৌধুরী, এনএইচএস-এর স্বাস্থ্য বিশেষজ্ঞ মিস ফাতেহা পলি ও এসডব্লিউএফ সলিসিটার্সের সলিসিটর ওমেরানা নাভিদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ বলেন, এই শাখার উদ্বোধন প্রতিষ্ঠানটির প্রসার এবং আইনি সেবায় জনগণের প্রতি প্রতিশ্রুতি প্রদর্শনের একটি বিশাল পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।

তিনি বলেন, এসডব্লিউএফ সলিসিটর্স পরিবারিক আইন, অভিবাসন এবং নাগরিক মামলার ক্ষেত্রে প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ সেবা স্থানীয় বাসিন্দাদের জন্য সহজলভ্য করবে বলে আমরা আশাবাদী।

এসডব্লিউএফ সলিসিটার্সের পরিচালক ও প্রধান সলিসিটর ব্যারিস্টার সুহেল আহমেদ বলেন, আমাদের প্রধান কার্যালয় মিলটন কিন্সে অবস্থিত এবং এটি আমাদের দ্বিতীয় শাখা। আমাদের ক্লায়েন্টদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে আমরা লন্ডনে এই নতুন শাখা চালু করেছি, যাতে আমরা সেরা মানের আইনি সেবা এবং পরামর্শ প্রদান করতে পারি। আমাদের লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গি কেবল একটি হাই স্ট্রিট আইনী প্রতিষ্ঠান হিসেবে সীমাবদ্ধ থাকা নয়; বরং আমরা মূলধারার একটি আইনী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। আমরা এই লক্ষ্য অর্জন করতে চাই আমাদের কমিউনিটি এবং ক্লায়েন্টদের জন্য অসাধারণ আইনী সেবা প্রদান ও যত্নশীল হওয়ার মাধ্যমে। আমাদের অত্যন্ত দক্ষ একটি দল রয়েছে যারা অভিবাসন, পারিবারিক, বাণিজ্যিক আইন এবং অন্যান্য আইন বিষয়ে বিশেষজ্ঞ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।