মির্জা আবুল কাসেম :
লন্ডনে বর্ণবাদের ভয়ন্কর রুপের শিকার রইস উদ্দিন। পূর্ব লন্ডনের নিউহ্যামে প্রতিবেশী শেতাঙ্গ কর্তৃক একজন ব্রিটিশ বাংলাদেশী খুন, প্রতিবেশী ও স্বজনরা এটিকে বর্ণবাদী হামলা বলছেন।
প্লাটের মেইন দরোজা খোলা রাখা নিয়ে বিরুধের জের ধরে পূর্ব লন্ডনের নিউহ্যামের কাস্টমস হাউজে গত ৫ অক্টোবর একজন শেতাঙ্গ প্রতিবেশীর চুরির আঘাতে মারাত্মক আহত হয়ে ব্রিটিশ বাঙালি রইস উদ্দিন হসপিটালে গেলে ২ দিন পরে ৭ অক্টোবর সোমবার লন্ডনের সেন্ট বাথলুমিজ হাসপাতালে তিনি মারা যান, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বিশেষজ্ঞ ডাক্তাররা অক্লান্ত চেষ্ঠা করেও অতি রক্তক্ষরণের কারণে আহত ব্যক্তি রইস উদ্দিনকে বাঁচাতে পারলেন না।
এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে ব্রিটেনে বর্ণবাদী হামলা বলে জানিয়েছেন তার প্রতিবেশি রাজ হাসান ।
এদিকে পুলিশ ঐ শেতাঙ্গ ব্যক্তিকে গ্রেফতার করেছে।
কিন্তু এ ঘটনায় প্রতিবেশীসহ বাঙালি জনমনে ও কমিউনিটিতে আতন্ক বিরাজ করছে। সবাই এই হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চান।
ব্রিটেনে এই হামলা প্রসঙ্গে বর্ণবাদী গবেষক ও কমিউনিটি এক্টিভিস্ট আনসার আহমদ উল্লাহ জগন্নাথপুর টাইমসকে বলেন— বর্ণবাদ বিভিন্ন কারণে ঘটে। বর্ণবাদ বা বর্ণবাদী সহিংসতা এড়াতে একজনকে সতর্ক থাকতে হবে এবং একটি সম্প্রদায় হিসাবে সংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং সম্মিলিতভাবে লড়াই করতে হবে। সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে সহিংসতা রোধ করা সম্ভব।
একই সঙ্গে কাউন্সিল ও পুলিশের মতো প্রতিষ্ঠানকেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাতে হবে।
লন্ডনের বাংলা টাউনে এ বিষয়ে অনেকের সাথে আলাপ করে জানা গেছে, যুক্তরাজ্যে বর্ণবাদীদের আক্রমনে বাঙালি কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটিতে আতন্ক বিরাজ করছে। পুলিশ প্রশাসনে পুলিশের সংখ্যা আরো বৃদ্ধি, কঠোর ও দায়িত্বশীল হওয়ার জন্য কমিউনিটি নেতৃবৃন্দের আকুল আবেদন করেছেন। পাশাপাশি বহুজাতিক মানুষের দেশ ব্রিটেনে মিলেমিশে থাকার জন্য সাম্য সৌহাদ্যের পথে কমিউনিটির সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে অধ্যাপক সাজিদুর রহমান জগন্নাথপুর টাইমসকে বলেন, ব্রিটেনের মতো এই গণতান্ত্ৰিক আধুনিক বহু জাতিক সংস্কৃতির দেশে এরকম নেক্কার জনক ঘটনা মেনে যায়না। এরকম ঘটনা যাতে আর কমিউনিটিতে না ঘটে এর জন্য আইন, পুলিশ প্রশাসনকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। খুঁজে বের করতে হবে কেন এরকম ঘটনা বারবার হয়েছে, প্রতিকার খুঁজতে হবে।
অতীতের দিকে ফিরে থাকালে দেখা যায়, ১৯৭৮ সালে পূর্ব লন্ডনে বর্ণবাদীদের হাতে নিহত ২৪ বছরের বাঙালি যুবক আলতাব আলী হত্যাকাণ্ডের প্রতিবাদ, ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠার দাবিতে সেসময়কার বর্ণবাদবিরোধী আন্দোলনে বাঙালিসহ অন্যান্য কমিউনিটির মানুষ জেগে উঠেছিল, প্রতিবাদ করেছিল। এখনই সময় কমিউনিটির সব মানুষকে এরকম অন্যায়ের প্রতিবাদ করা।