নিজস্ব প্রতিবেদকঃ
এ যাবৎ সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলের মনোনয়ন ফরম কিনেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রবাসী আনোয়ারুজ্জামান চৌধুরী।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমা দিয়েছেন আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী।
রোববার (৯ এপ্রিল) সকালে মনোনয়নপত্র সংগ্রহ করে দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়নপত্র জমা দিয়ে দলের অন্যতম মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যার ঘোষিত স্মার্ট বাংলাদেশের প্রথম স্মাট নগরী গড়তে আমার নেত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতিকের মনোনয়ন দেন তাহলে সবার সহযোগিতায় নৌকার বিজয় উপহার দিতে পারবো ইনশা আল্লাহ’।
এদিকে সিলেট, গাজীপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম (আবেদনপত্র) বিক্রি শুরু হয়েছে। পাঁচ সিটিতে প্রথম দিনে ১৭ মনোনয়নপ্রত্যাশী দলীয় ফরম কিনেছেন। এর মধ্যে গাজীপুরে সাত, সিলেটে পাঁচ, বরিশালে চার এবং খুলনায় ১ জন দলীয় ফরম সংগ্রহ করেছেন। তবে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী কেউ প্রথম দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য রোববার বেলা ১১টায় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। চলবে বুধবার পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪টার মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও একই স্থানে জমা দেওয়া যাবে।