জগন্নাথপুর টাইমসসোমবার , ১৪ অক্টোবর ২০২৪, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানে ২জন আটক

Jagannathpur Times Uk
অক্টোবর ১৪, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজ রহমান :

সুনামগঞ্জের জগন্নাথপুরে ৭৪৮ লিটার অবৈধ দেশীয় মদ সহ মাদক ব্যবসায়ী দুই সহোদরকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (১৪ অক্টোবর) দুপুর ২ টায় বাংলাদেশ সেনাবাহিনীর জগন্নাথপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সোয়েব বিন আহমাদ এর নেতৃত্বে সেনা সদস্যরা উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ বাজারের পাশ্ববর্তী রানীনগর গ্রামে অবৈধভাবে পরিচালিত একটি দেশীয় মদের দোকানে অভিযান চালিয়ে ২৫ টি জারে রক্ষিত ৭৪০ লিটার দেশীয় মদ ও বিভিন্ন বোতলে রক্ষিত ৮ লিটার মদ উদ্ধার করা হয়।

এ সময় সেনা সদস্যরা মাদক ব্যবসায় জড়িত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দক্ষিন ভাড়াউড়া গ্রামের মৃত নিরঞ্জন বিশ্বাসের দুই ছেলে নির্মল বিশ্বাস ও মিলন বিশ্বাসকে আটক করে জগন্নাথপুর সেনা ক্যাম্পে নিয়ে আসেন।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মাদক সহ জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জগন্নাথপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সোয়েব বিন আহমাদ জানান, গ্রেফতারকৃত ব্যাক্তিরা রানীগঞ্জ বাজারের একটি লাইসেন্স দিয়ে রানীনগর গ্রামের মসজিদে পাশে মদ বিক্রয় করতেন। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিসহ গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোস বিরাজ করছিল।এমন সংবাদের ভিত্তিতে আইনশংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এ অভিযান পরিচালনা করা হয়।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।