জগন্নাথপুর টাইমসসোমবার , ১৪ অক্টোবর ২০২৪, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সভা অনুষ্ঠিত

Jagannathpur Times Uk
অক্টোবর ১৪, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

এসকেএম আশরাফুল হুদা :

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ইস্ট লন্ডনের ব্রিকলেনের একটি হলে এ সভা হয়।

এতে সংগঠনের সভাপতি  মোহাম্মদ আবুল লেইছ “র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছানাওর আলী কয়েছের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা তরিকুল ইসলাম।

সংগঠনের ভবিষ্যত কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন কাউন্সিলর ইকবাল হোসেন, আহবাব মিয়া, ছানাওর আলী কয়েছ, কামরুজজামান চৌধুরী, সাবেক চেয়ারম্যান নূরুল আমীন, শায়েখ মিয়া, ব্যারিস্টার রফিক আহমদ, অধ্যাপক ওমর ফারুক, আবদুল মালিক কুঠি, অ্যাডভোকেট আমীর উদ্দীন, আলাউদ্দীন আহমদ মুক্তা, অধ্যাপক আব্দুর রব, ছানু মিয়া, রেদোয়ান খান, মুফতি আবদুল ওয়াদুদ লতফি, ইকবাল হোসেন, সওকত আলী, তাহিরুল ইসলাম, আবুল মনসুর রুমেল, সবুজ মিয়া, সেলিম উদ্দীন, মাছুম মিয়া তালুকদার, আবদুল বাছিত শেলু, নজির উদদীন, আমীর হোসেন, আবুল হোসেন রফিক, জিলু আহমেদ, আবুল হোসেন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে  আহবাব মিয়ার নেতৃত্বে সুনামগঞ্জের সকল উপজেলার প্রতিনিধিত্ব নিয়ে একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

এছাড়া অতিসম্প্রতি একটি ট্রিপের আয়োজন করাসহ বিলেতে নতুন প্রজন্মকে সংগঠনের সদস্যপদ গ্রহণে আগ্রহী করতে বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে অদূর ভবিষ্যতে একটি সেমিনার এবং কনফারেন্স করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি আগামী ঈদ পরবর্তী নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হাউস অব কমন্সে আয়োজনের বিষয়ে সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল লেইছ সাহেবের নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

সবার পক্ষ থেকে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রুপান্তর এবং বিশ্বের অন্যান্য বিমান ওঠা নামার সুযোগসহ বিমান ভাড়ার ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবী জানানো হয়। সংগঠনের সম্মানীত নির্বাহী সদস্য আলা উদ্দীন আহমদ মুক্তার সহধর্মিনীর মৃত্যুতে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব গৃহীত হয়।

সংগঠনের কার্যকরী কমিটিতে মহিলা সম্পাদিকা হিসেবে কাউন্সিলর লুৎফা রহমান (ছাতক) এবং যুগ্ম সম্পাদক হিসেবে সওকত আলী (জগন্নাথপুর ) অন্তরভুক্ত হলে তাদেরকে স্বাগত জানানো হয়।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।