মুহাম্মদ সুয়েজ মিয়া :
লন্ডনের বার্কিং ও ডাগেনহামের মেয়রের উদ্যেগে এক নেটওয়ার্কিং এবং তহবিল সংগ্রহের ইভেন্ট মেয়রের পার্লারে-চেম্বারে অনুষ্টিত হয়।
গত ১৭ই অক্টোবর এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত মডেল এবং নৃত্যশিল্পী সাইদা ইসলাম মৌ ।
মেয়র কাউন্সিলর মঈন কাদরী বলেন, ‘এটি একটি অনন্য সুযোগ, যার মাধ্যমে আপনি আপনার সম্প্রদায়কে সমর্থন করতে এবং নতুন সংযোগ তৈরি করতে ভূমিকা রাখতে পারবেন ।
বাংলাদেশের খ্যাতিমান টিভি তারকা ও মডেল সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘গ্রেট ব্রিটেনের বাঙালি ভবিষ্যত প্রজন্ম যাতে শেকড় থেকে বিচ্যুত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এটা সম্ভব সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে। ব্রিটেনে আমাদের কৃষ্টি ক্যালচার প্রচারে বাংলাদেশ থেকে সব ধরনের সহযোগীতা করা হবে। আর এটি বাস্তবায়িত করতে হলে গ্রেট ব্রিটেনের প্রয়োজন বাঙালি নতুন প্রজন্মের সাথে সংস্কৃতি বিনিময়।
মেয়র মঈন কাদরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাদিয়া ইসলাম মৌকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন- কাউন্সিলর সাঈদ গণি, কাউন্সিলর ফিল ওয়াকার, কাউন্সিলর গিয়াস উদ্দিন, কাউন্সিলর ফারুক চৌধুরী, কাউন্সিলর সেইদ ব্রাইট, কাউন্সিলর ইনগ্রিড রবিনসন, ফজলুল হক, সমাজকর্মি আনসার আহমেদ উল্লাহ, সাংবাদিক ড.আজিজুল আম্বিয়া , নুরুল ইসলাম, রুনা লায়লা, নাজমা বেগম , আব্দুল হালিম, ড. আনিসুর রহমান আনিস, নাজমা হোসেন, সাত্তার আহমেদ সহ অরো অনেকে ।
অনুষ্ঠানে বাঙালি ছাড়াও ম্যালটি ক্যালচারাল সোসাইটির বিশিষ্টজনেরা অংশ নেয়। আলোচনায় বক্তারা দুই দেশের কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে আলাপ-আলোচনা করেন।