নিজস্ব প্রতিবেদক, সিলেট :
সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজি সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকরা ধর্মঘট পালন করছেন।
এতে দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় সাধারণ যাত্রী ও জরুরি কাজে যাতায়াতকারী ব্যক্তিরা চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন।
বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে কর্মবিরতি শুরু করেছে সুনামগঞ্জ পরিবহন মালিক সংগঠন ও পরিবহন শ্রমিক ইউনিয়ন। তাই সুনামগঞ্জ-সিলেট সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সুনামগঞ্জ পরিবহন মালিক সংগঠন ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, লামাকাজি সেতুতে টোল আদায়ের টেন্ডার বাতিলের দাবিতে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। নেতারা বলেন, সেতুটিতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায় করা হলেও সম্প্রতি টোল আদায় বন্ধ হয়েছিল। তবে আবারও টোল আদায়ের নতুন টেন্ডার আহ্বান করা হয়েছে, যা বাতিল না হলে কর্মবিরতি অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে।
সুনামগঞ্জ বাস মিনিবাস সমিতির সভাপতি জুয়েল মিয়া বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। তবে জরুরি পরিষেবা হিসেবে অ্যাম্বুলেন্স ও বিদেশি যাত্রীবাহী যান চলাচলে কিছুটা শিথিলতা রাখা হয়েছে।