জগন্নাথপুর টাইমসবুধবার , ২৩ অক্টোবর ২০২৪, ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে দর্পণ বাংলা বুক ক্লাবের সাহিত্য সম্মেলন করার সিদ্ধান্ত

Jagannathpur Times Uk
অক্টোবর ২৩, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান :

লন্ডনে দর্পণ বাংলা বুক ক্লাবের উদ্যোগে মাসিক সাহিত্য সভা ও কবি সম্মাননা প্রদান করা হয়েছে। সম্প্রতি ইস্ট লন্ডনের বাংলা টাউনস্থ দর্পণ মিডিয়া সেন্টারে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক রহমত আলী ও পরিচালনা করেন সেক্রেটারী সলিসিটর ইয়াওর উদ্দিন।

এতে চলতি মাসের সেরা কবি হিসাবে কবি মাজেদ বিশ্বাসকে সম্মাননা প্রদান করা হয়।

একই সাথে আগামী তিন মাসের মধ্যে যুক্তরাজ্যে একটি সাহিত্য সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়।

এতে ব্রিটেনে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রাখছেন সে সমস্ত কবি-সাহিত্যিকদের সম্মানিত করা হবে। তার মধ্যে রয়েছে, প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণ কাহিনী, আত্মজীবনী, ছোট গল্প, কবিতা, ছড়া, আবৃত্তি, রম্য আলোচনা প্রভৃতি। এর প্রত্যেকটিতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে সম্মাননা সনদ ও ক্রেস্ট। পাশাপাশি বিগত দিনে যিনি নিরলসভাবে সাহিত্য সেবা করে গেছেন, সে রকম একজনকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। তা ছাড়াও প্রত্যেকের সংক্ষিপ্ত জীবনালেখ্য সম্বলিত একটি স্যুভেনির প্রকাশ করা হবে। এ লক্ষ্যে ইতিমধ্যেই পুরস্কারের জন্য পাঠানো লেখাগুলির জন্য কিছু নীতিমালা ঘোষণা করা হয়েছে।

তার মধ্যে রয়েছে-আগ্রহী লেখক অথবা তাদের মনোনীত ব্যক্তি এক বা একাধিক শাখায় দু’টি করে বই বা লেখা জমা দিতে পারবেন। তবে একই ব্যক্তিকে ২টির বেশী পুরস্কার প্রদান করা হবে না। বই বা লেখার সাথে ছবিসহ সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, যোগাযোগের ফোন নম্বর এবং ঠিকানা প্রদান করতে হবে। এ বছর কেবলমাত্র ব্রিটেনে বসবাসকারী লেখকদের পুরস্কারের জন্য নির্বাচিত করা হবে। কোনো মরনোত্তর পুরস্কার প্রদান করা হবে না। বিগত ১ জানুয়ারী ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত লেখা পুরস্কারের জন্য মনোনীত হবে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে, যুক্তরাজ্যে বসবাসরত কবি-সাহিত্যিকদের সৃষ্টিশীল কাজের মূল্যায়ন ও তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি মাসে সম্মাননা প্রদান করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় সর্বশেষ সেপ্টেম্বর-২০২৪ এর জন্য মনোনীত কবি মাজেদ বিশ্বাসকে সম্মানিত করার অনুষ্ঠানে কবিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন দর্পণ বুক ক্লাবের সহ-সভাপতি কবি আসমা মতিন ও ওল্ডহাম থেকে আগত কবি আফিয়া বেগম শিরি। কবির সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করেন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হাই, সম্মাননা পত্র প্রদান করেন অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি, কবিকে উত্তরীয় পরিয়ে দেন ক্লাবের সভাপতি সাংবাদিক রহমত আলী ও কবির বই নিয়ে আলোচনা করেন প্রফেসর মিসবাহ কামাল। কবিতা আবৃত্তি করেন কবি আফিয়া বেগম শিরি, কবি আসমা মতিন, কবি দিলরুবা ইয়াসমিন রুহি প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা মোঃ আব্দুল মুকিত, মোহাম্মদ মিসবা কামাল, মোঃ সাংবাদিক ফজলুল হক, আঙ্গুর আলী, মোহাম্মদ নাজমুল হুদা, এম সাইফুল ইসলাম শারেক, রেদোয়ান খান মোহাম্মদ আলী ও সাদেক আলী।

উল্লেখ্য, কবি ‘মাজেদ বিশ্বাস’ এর প্রকৃত নাম ‘মাহমুদ মাজেদ’ তিনি পেশায় একজন শিক্ষক হলেও কবি হিসাবে সমধিক পরিচিত। তিনি ১৯৯০ সনের ৭ অক্টোবর লন্ডনের নজরুল সেন্টারে বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন। তিনি ইস্ট লন্ডনের প্লাশেট স্কুলে বিগত ২৮ বছর ধরে কর্মরত আছেন। ২০২৩ সালে তিনি তার শিক্ষকতার ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্মাননা পান। সদা হাস্যোজ্জল ও প্রচারবিমূখ এ শিক্ষক ও কবি ইতিমধ্যেই অনেক কবিতা, গান ও প্রবন্ধ লিখেছেন- যেগুলি বিভিন্ন পত্র-পত্রিকা ও সমায়িকিতে প্রকাশিত হয়েছে। সাথে সাথে বই আকারেও প্রকাশিত হয়েছে।

সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা সাহিত্যের গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ ইত্যাদি আধুনিক যুগের সৃষ্টি। পদ্য ও ছড়া বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপবন্ধ। তবে আধুনিক কবিতার প্রবর্তন হয়েছে বিংশ শতকের গোড়ার দিকে। তারা আরও বলেন, তৃতীয় বাংলা খ্যাত লন্ডনের বাংলা পাড়ায় বাংলা চর্চার জন্য দীর্ঘদিন ধরে দর্পণ বুক ক্লাব কাজ করে যাচ্ছে। আর এতে যোগ দিচ্ছেন কবি সাহিত্যিকদের সাথে ব্রিটেনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।