জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪, ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের ওসমানীনগরে ভারতীয় ৬৭ বস্তা চিনিসহ আটক ১

Jagannathpur Times Uk
অক্টোবর ২৪, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগরে ৬৭ বস্তা ভারতীয় অবৈধ চিনিসহ শামীম আহমদ নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে গোলাপগঞ্জ উপজেলার খর্দ্দাপাড়া গ্রামের আব্দুল শহিদের ছেলে। শামীম আহমদ দীর্ঘদিন ধরে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউপির গ্রামতলা-দাশপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গ্রামতলা-দাশপাড়া রোডের একটি গুদাম থেকে ৬৭বস্তা চিনিসিহ তাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলা নং ১০।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার খর্দ্দাপাড়া গ্রামের আব্দুল শহিদের ছেলে শামিম আহমদ ওসমানীনগর উপজেলার গ্রামতলা-দাশপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে গোয়ালাবাজারে দোকান এবং গুদাম ভাড়া করে অন্যান্য খাদ্য পণ্যের সাথে ভারতীয় অবৈধ চিনির ব্যবসা করতেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ খবর পেয়ে গ্রামতলা-দাশপাড়া রোডস্থ হালিমা ম্যানশনের একটি গুদামে তল্লাশি চালালে ৬৭বস্তা ভারতীয় অবৈধ চিনি পাওয়া যায়। এসময় অবৈধ চিনি রাখার অপরাধে শামিম আহমদকে আটক করে এবং ৬৭বস্তা চিনি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওসমানীনগর থানার এসআই ওবায়দুল্লাহ বাদী হয়ে শামীম আহমদকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।

ওসমানীনগর থানা ওসি মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।