জগন্নাথপুর টাইমসসোমবার , ২৮ অক্টোবর ২০২৪, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের ওসমানীনগরে ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১

Jagannathpur Times Uk
অক্টোবর ২৮, ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

জুবেল আহমদ সেকেল, ওসমানীনগরব (সিলেট) প্রতিনিধি :

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে সিলেটের ওসমানীনগর থানা পুলিশ। এ সময় অবৈধ ভারতীয় চিনি পরিবহনের দায়ে একটি ট্রাক জব্দ ও চোরাচালানে জড়িত থাকায় ট্রাক চালককে আটক করা হয়েছে।

জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা। এই ঘটনায় সোমবার দুপুরে ওসমানীনগর থানার এস আই ওবায়দুল্লাহ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর থেকে ট্রাক যোগে সিলেট ঢাকা মহাসড়ক দিয়ে শেরপুরে যাচ্ছিল অবৈধ চিনি বোঝাই ট্রাক।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউপির গয়নাঘাট নামক স্থানে চেকপোস্ট বসান এস আই শফিকসহ পুলিশের একটি দল। ট্রাকাটি ওই স্থানে পৌছিলে সেখানে তল্লাশী করে ৯ হাজার ৬শ কেজি অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এ সময় ট্রাক চালক সমিরন দাসকে(৩০) আটক করে পুলিশ। সমিরন দাস জৈন্তাপুর উপজেলার পানিছড়া চা বাগান এলাকার নিরেশ দাসের পুত্র। চোরাচালান পন্য পরিবহনের দায়ে ট্রাকটিও জব্দ করে পুলিশ।

সোমবার বিকালে ওসমানীনগর থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে ট্রাক চালক সমিরন দাসকে আদালতে প্রেরণ করা হয়।
মামলার বাদি ওসমানীনগর থানার এসআই ওবায়দুল্লাহ বলেন, ২০০ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে।

ওনমানীনগর থানার ওর্সি মো. মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাচালান রোধে ওসমানীনগর থানা পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ট্রাক চালক সমিরন দাসকে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

 

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।