জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

আবারো ওসমানীনগরে এবার ১৭ লক্ষ টাকার ভারতীয় চিনি উদ্ধার, আটক ৪

Jagannathpur Times Uk
অক্টোবর ২৯, ২০২৪ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

জুবেল আহমদ সেকেল, ওসমারীনগর (সিলেট) প্রতিনিধি :

সিলেটের ওসমানীনগরে এবার ট্রাকে ২৮০ বস্তা ভারতীয় চিনি সহ প্রায় ১৭ লক্ষ টাকার চিনি উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর থার সামনে পুলিশ ট্রাক সহ চিনির বস্তা গুলো উদ্ধার করে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত চিনির বাজার মূল্য ১৬ লক্ষ ৮০ হাজার টাকা ।

আটককৃতরা হলো, মোতালেব মন্ডল (৩০) বিপ্লব হাসান(২০) আমিনুল ইসলাম(২৮) স্বরজিত মোহন চন্দ্র ওরপে রিপন (৪০)
চিনি চোরাচালানে জড়িতদের বিরুদ্ধে আজ মঙ্গলবার ওসমানীনগর থানার এস আই শফিকুল ইসলাম বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে সিলেট- ঢাকা মহাসড়ক দিয়ে যাচ্ছিল অবৈধ চিনি বোঝাই ট্রাক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে মহাসড়কের ওসমানীনগর থানার সামনে চেকপোস্ট বসান ওসমানীনগর থানা পুলিশ। এ একটি চিনি বোঝাই ট্রাকে তল্লাশী করে ১৪ হাজার কেজি অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

এ সময় মোতালেব মন্ডল, বিপ্লব হাসান, আমিনুল ইসলাম, স্বরজিত মোহন চন্দ্র ওরপে রিপনকে আটক করে পুলিশ।
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাচালান রোধে ওসমানীনগর থানা পুলিশ তৎপর রয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।