জগন্নাথপুর টাইমস নিউজ ডেস্ক :
“অসাংবিধানিক ও অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ঐতিহাসিক ৭ ই মার্চ, ১৭ মার্চ ও ১৫ আগস্ট, ৩ নভেম্বর জেল হত্যা দিবস সহ আটটি জাতীয় দিবস বাতিল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদে ও দেশে গুম, খুন,মামলা-হামলাসহ দেশে চলমান গণহত্যার জন্য দায়ী ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে জনসভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
২৮ অক্টোবর,বিকেলে পূর্ব লন্ডনের একটি হলে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় বক্তারা অবৈধ অসাংবিধানিক ইউনুস সরকারের পদত্যাগ দাবী করেন।
সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন, সহসভাপতি হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, তারিফ আহমেদ, আ স ম মিসবাহ, ফখরুল ইসলাম মধু, সেলিম আহমদ খান, জামাল আহমেদ খান সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগ, যুক্তরাজ্য মহিলা লীগ, যুক্তরাজ যুবলীগ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,কৃষকলীগ ,শ্রমিকলীগ তাঁতী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষে নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, অসাংবিধানিক ও অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ঐতিহাসিক ৭ ই মার্চ, ১৭ মার্চ ও ১৫ আগস্ট, ৪ঠা নভেম্বর সহ আটটি জাতীয় দিবস বাতিল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধের তীব্র প্রতিবাদ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দেশে গুম, খুন,মামলা-হামলাসহ দেশে চলমান গণহত্যার জন্য দায়ী ইউনুস সরকারের পদত্যাগের জোর দাবি জানিয়েছেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেছেন “শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশের ইতিহাসে আজ অবধি সংগঠিত সকল গৌরবময় অধ্যায়ের অপরাজেয় সাক্ষী। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৫৮’র আইয়ুব বিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব গাঁথা অর্জন রয়েছে। শুধু তাই নয় স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের বিরুদ্ধে সৃষ্ট দেশ-বিদেশী শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ লড়াই সংগ্রাম করেছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে স্বাধিকার আন্দোলন হয়েছে এবং ছাত্রলীগের নেতৃত্বেই বারবার বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের ছাত্রসমাজের আবেগ ও ভালোবাসার শ্রেষ্ঠ ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগ। স্বেচ্ছাচারিতার মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত আইন করে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা বাংলাদেশের ছাত্রসমাজ ও বাংলাদেশের সাধারণ মানুষ ও প্রবাসী বাঙালিরা মেনে নিবে না।সংবাদ বিজ্ঞপ্তি