জগন্নাথপুর টাইমসসোমবার , ৪ নভেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে জাতীয় চার নেতা স্মরণে সভা

Jagannathpur Times Uk
নভেম্বর ৪, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

আনাসার আহমেদ উল্লাহ :

মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা পালনকারী জাতীয় চারনেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি কমিউনিটির বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ। সেইসাথে দেশে অরাজকতার জন্য উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের এক হল রুমে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় তাঁদের স্মরণ করা হয়। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

৩রা নভেম্বর ১৯৭৫ ফাউন্ডেশন ইউকের সদস্য সচিব ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের আজীবন সদস্য আইনজীবী ড. আনিছুর রহমান আনিছের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার কর্মী এবং আইনজীবী ব্যারিস্টার আলী রেজাউদ্দলা সোহান।

এতে বক্তব্য রাখেন, প্রফেসর ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ড. আনসার আহমদ উল্লাহ, শাহাব উদ্দিন চঞ্চল, ইয়াসমিন সুলতানা পলিন, মিডিয়া ব্যক্তিত্ব মকিস মনসুর, মো. আনা মিয়া, নাট্যকর্মী স্বাধিন খসরু, মো. মনিরুজ্জামান, আব্দুল হান্নান,  জলিল চৌধুরী, আবু ইউসুফ লিক্সন, ফজলুল হক, আব্দুল শহিদ, রাসিক মিয়া, সিরাজ মিয়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী নিউপোর্ট শাখার সভাপতি শেখ আব্দুর রউফ তালুকদার প্রমূখ।

এসময় বক্তারা, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারা অভ্যন্তরে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে বঙ্গবন্ধুর হত্যাকারীরা গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল। তারা সবাই বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। কারা অভ্যন্তরে এ হত্যাকাণ্ড বাঙালি জাতির কাছে নজিরবিহীন। যা সবাই শ্রদ্ধার সাথে আজীবন স্মরণ করবে।  সেইসাথে তাঁদের হত্যায় যেসব কাপুরুষ জড়িত তাঁদের বিচার দাবি করছি। এ বিচার না হলে জাতীয় চারনেতার আত্মা শান্তি পাবে না। আমরা তাঁদের আত্মার শান্তি কামনা করছি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।