সাজিদুর রহমান :
বাংলাদেশের অন্তরবর্তি কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস সহ ৬২জনের বিরুদ্ধে ইন্টারন্যাশনার ক্রিমিনাল আদালতে মামলা হয়েছে।
মামলার বাদী সিলেট সিটি কর্পোরেশেনর সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী
শুক্রবার (৮ নভেম্বর ২০২৪) লন্ডন সময় সন্ধ্যা সাতটায় পূর্ব লন্ডনের ২৫২-২৬২ রমফোর্ড রোডের কামাল হাউসের চতুর্থ তলায় “ল ভ্যেলী সলিসিটার্স’’ অফিসে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে মামলার বাদী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন প্রমানসহ তিনি মামলাটি করেছেন।
মামলায় ৩ হাজারেরও বেশী পুলিশ হত্যা, দেশব্যাপী মব জাষ্ট্রিজ এবং অগ্নিসংযোগ, হত্যা, লুটপাঠ এবং অভৈধভাবে ক্ষমতা দখল ইত্যাদি অভিযোগে মামলাটি দায়ের করা হয়। তিনি বলেন এই সরকারকে তিনি অন্তরবর্তিকালীন সরকার বলতে নারাজ তার মতে ইউনুসের নেতৃত্বাধীন সরকার অবৈধ এবং অগণতান্ত্রিক ভাবে ক্ষমতা দখলকারী।
সংবাদ সম্মেলনে তার আইনজীবি ব্যারিষ্টার মনিরুল ইসলাম মঞ্জু, ব্যারিষ্টার নিঝুম মজুমদার সহ অন্যান্য আইনজীবিরা উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সেক্রোরী সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আব্দুল আহাদ চৌধুরী সহ ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট জনেরা।