জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :
সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি বলেছেন, শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলায় পড়ালেখার বিকল্প নেই। আমি শহরের মানুষ নয়, আমি গ্রাম থেকে কষ্ট করে উঠে এসেছি। বড় হতে হলে নিজেদের জীবনে সততা ও নিষ্ঠা বজায় রেখে চলতে হবে ।
সততা এবং নিষ্ঠা থাকলে অনেক উপরে উঠতে পারবে। কারো চাপিয়ে দেয়া কোনো বিষয় নিয়ে পড়বে না। নিজের কাছে যে বিষয় ভাল লাগে সে বিষয় নিয়ে পড়া লেখা করে নিজে প্রতিষ্টিত করে তুলবে। পড়া লেখার পাশাপাশি নিজেদের একজন মানবিয় গুনাবলীর মানুষ হিসেবে তৈরি করতে হবে।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কলেজ মিলনায়তনে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা কলেজের ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও ২০২৪ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ওসমানীনগর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে কথা গুলো বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এইচএসসি পাস করলেই পড়ালেখার শেষ ভেবে নিও না। কঠিন পরিশ্রমের মাধ্যমে আরও পড়ালেখা করতে হবে। দেশ এবং জাতি তোমাদের দিকে থাকিয়ে আছে। তোমরা পড়ালেখা করলে জীবনে অনেক বড় হতে পারবে। এক দিন তোমরাই এদেশের নেতৃত্ব দেবে।
কলেজ অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদের সভাপপিত্বে এবং সহকারী অধ্যাপক অপর্ণা চৌধুরী ও প্রভাষক মো. রুহুল আমিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খয়রুল আবেদীন চৌধুরী, গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক কৃপাসিন্ধু দেব, নিশেন্দু পোদ্দার, প্রভাষক মোজাম্মেল হক মৃধা, অর্জুন দেব, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, জিপিএ-৫ প্রাপ্তদের পক্ষে অনুপমা দাশ মুক্তি, সুমাইয়া বেগম চৌধুরী, আবিদা নওরিন খান, রাজমিন নাহার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী তাসলিমা আক্তার ঝুমা এবং গীতা পাঠ করেন অনুপমা দাশ মুক্তি।