জগন্নাথপুর টাইমসশনিবার , ৩০ নভেম্বর ২০২৪, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লেবার পার্টির বেথনালগ্রীন ও স্টেপনী বিএএমই কমিটি, সভাপতি জুনায়েদ, সেক্রেটারি বাবুল ও ট্রেজারার সুয়েজ

Jagannathpur Times Uk
নভেম্বর ৩০, ২০২৪ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

মাছুম জামান, জগন্নাথপুর টাইমস নিউজ ডেস্কঃ :

জুনায়েদ আহমেদকে সভাপতি, বাবুল খাঁনকে সেক্রেটারি ও মুহাম্মদ সুয়েজ মিয়াকে ট্রেজারার করে যুক্তরাজ্য লেবার পার্টির টাওয়ার হ্যামলেট্সের বেথনালগ্রীন ও স্টেপনী বিএএমই এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

গত ২৭ নভেম্বর ২০২৪ বুধবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে বিএএমই এর বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহসভাপতি-নাজমা হোসেন, হুসনেয়ারা মতিন, আশিক রহমান। সহ সাধারণ সম্পাদক-মোহাম্মদ রব রাজু, ক্যাম্পেনিং অফিসার- শাহ মোঃ লিলু মিয়া, কমিউনিকেশনস অফিসার-মিসবাহ মাসুম, মিডিয়া অফিসার সরোওয়ার কবির, ওমেন অফিসার ইয়াসমিন বেগম, মেম্বারশীপ অফিসার দেলোয়ার হুসেন, এডুকেশন অফিসার মিজানুর রহমান খন্দকার, ফান্ডরাইজিং অফিসার নাসিমা নাজ, ডিসিবিলিটি অফিসার জুবের আহমেদ, ইয়ুথ অফিসার তানভীর তালুকদার।
ইসি মেম্বার- মামুন রশীদ, আহবাব হুসেন, দেলোয়ার হুসেন, সাদ চৌধুরী, রেদওয়ান আহমেদ, মোস্তাক আসকর, আমিনুল হক জিলু, আনোয়ার মিয়া, প্রিয়াঙ্কা আক্তার লাকী।

বিএএমই এর বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন- টাওয়ার হ্যামলেট্স লেবার পার্টির লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম,  বেথনালগ্রীন ও স্টেপনী সিএলপি চেয়ার আমিনা আলী।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আব্দুল মুকিত চুনু, সাবেক স্পীকার খালিছ আহমেদ, সাবেক স্পীকার আহবাব হুসেন, সাবেক স্পীকার মিজান চৌধুরী, সাবেক ডেপুটি মেয়র মতিনুজ্জামান, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি দেলোয়ার হুসেন, বাংলাটাউন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী।

অনুষ্ঠানে ছিলেন বিএএমই এর সাবেক চেয়ার ড. আনিসুর রহমান, সাবেক কাউন্সিলর শুকুর আহমেদ, সাবেক কাউন্সিলর রুহুল আমীন, সাবেক কাউন্সিলর শাহ সোহেল আমীন, কমিউনিটি ব্যক্তিত্ব আমির হুসেন, তারিফ আহমেদ, ফারুক আহমেদ, মোস্তাক আসকর, হুসেনেয়ারা মতিন, সাহেদা রহমান, প্রিয়াঙ্কা আক্তার লাকী, শাহ মোস্তাফিজুর রহমান, সুলতান হায়দার, শাকিল আহমেদ, মঈনুল হক, সুরমান আলী, আনোয়ার মিয়া, রেদোয়ান আহমেদ, মোহাম্মদ রব, মুহি মিকদাদ, মিসবাহ মাসুম, সৈয়দ ফয়জুল ইসলাম,মাসুক আহমেদ, জুবের আহমেদ, আব্দুল তফাদার, আব্দুল সবুর, আবুল কাশেম, মাহফুজ আহমেদ, জাকির হুসেন সেলিম, মিজানুর রহমান, মোস্তাক আহমেদ, জাকির আহমেদ, আজহার মোল্লা, মোঃ লিলু মিয়া, সুফি মিয়া, তানভীর তালুকদার প্রমুখ।

ছবি ও সংবাদ- মুহাম্মদ সুয়েজ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।