নিজস্ব প্রতিবেদক, সিলেট :
পুলিশের বাঁধা উপেক্ষা করে ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট জেলা বিএনপি।
সোমবার (১০ এপ্রিল, ২০২৩ ) বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট জেলার প্রতিটি উপজেলায় এ কর্মসূচি পালিত হয়।
সিলেট রেলগেইট পয়েন্টে কর্মসূচি পালনকালে পুলিশী বাঁধার সম্মুখীন হন জেলা বিএনপি নেতৃবৃন্দ। অবস্থান কর্মসূচী চলাকালে পুলিশ এসে বাঁধা দিলে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দের সাথে বাকবিতন্ডা হয়। পরে বাঁধা উপেক্ষা করে সমাবেশ করেন বিএনপি নেতৃবৃন্দ।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোহিনুর আহমদের সঞ্চালনায় অবস্থান কর্মসূচীতে বক্তব্য রখেন জেলা বিএনপির সহ সভাপতি ইকবাল বাহার চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তোরন, উপজেলা সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রানা প্রমুখ।
অবস্থান কর্মসূচি চলাকালে প্রধান অতিথির বক্তৃতায় জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, মানুষ চাহিদামতো গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছে না, কিন্তু সরকার বারবার দাম বাড়াচ্ছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে মানুষ আজ দিশেহারা।