জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগরের নবাগত ইউএনও জয়নাল আবেদীন

Jagannathpur Times Uk
ডিসেম্বর ৫, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর উপজেলার নবাগত ইউএনও হিসেবে জয়নাল আবেদীনকে পদায়ন করা হয়েছে ।

গত ২৭ নভেম্বর সিলেটের বিদায়ী বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি এর এক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জয়নাল আবেদীনকে ওসমানীনগরের ইউএনও হিসেবে পদায়ন করা হয়।

ওসমানীনগরের পদায়নের পূর্বে জয়নাল আবেদীন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে চলতি বছরের ২০ আগস্ট যোগদান করে সিখোনেই কর্মরত ছিলেন।

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহনকারী সেই এলাকার কৃতি সন্তান জয়নাল আবেদীন ৩৫তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের একজন সরকারি কর্মকর্তা হিসেবে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যারয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে চাকরীতে যোগদান করেন।

তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার(ভূমি), সিলেটের বিভাগীয় কমিশনারের একান্ত সচিব এবং সর্বশেষ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

এদিকে এর আগে গত ২৫ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংরাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রাণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওসমানীনগরের বর্তমান ইউএনও অনুপমা দাসকে ওসমানীনগর থেকে বদলি করে সিলেট জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

৩৪তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা অনুপমা দাস চলতি বছরের ২৯ এপ্রিল সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।