জগন্নাথপুর টাইমসশুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে স্টুডেন্ট কেয়ারের শীতবস্ত্র বিতরণ

Jagannathpur Times Uk
ডিসেম্বর ৬, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

 

জগন্নাথপুর টাইমস ডেস্ক :

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন স্টুডেন্টেস কেয়ার জগন্নাথপুর।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্টেস কেয়ার জগন্নাথপুর। সংগঠনের সদস্য ও জীবন সদস্যদের অর্থায়নে শীতবস্ত্র কিনে উপজেলার ৮ ইউনিয়ন ও ১ টি পৌরসভার স্থানীয় গরীব, অসহায়,ছিন্নমূল মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বৃহস্পতিবার রাত ৯ ঘটিকায় স্টুডেন্টেস কেয়ার জগন্নাথপুরের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হুসেনের পরিচালনায় জগন্নাথপুর পৌর পয়েন্টে শীতবস্ত্র (কম্বল) বিতরণের আনুষ্ঠানিকতা শুরু হয়।

জগন্নাথপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের অসহায় মানুষের মাঝে শীতবস্র বিতরণের উদ্বোধন করে স্টুডেন্টেস কেয়ার জগন্নাথপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক জামাল উদ্দিন বেলাল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাহিমা রেস্টুরেন্টের পরিচালক মকবুল হোসেন ভূঁইয়া, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ পৌর শাখার সেক্রেটারি, মাও বদর উদ্দিন আল আমিন, সমাজকর্মী শামিম আহমদ, সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ।

আরো বক্তব্য রাখেন- স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের
সাবেক সভাপতি মাছুম মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য জামাল হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য কুহিনুর রহমান, সহ-সভাপতি আমিনুর রহমান হিমেল, সহ-সভাপতি তারেক মাহমুদ জয়, যুগ্ম সাধারণ সম্পাদক জিকরুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন নাছিফ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন শিক্ষা, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক
রাহিম আহমদ, সহ-শিক্ষা ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক
রুমন আহমদ, প্রচার সম্পাদক সাবাজ মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদিকুল ইসলাম, প্রবাসি সদস্য মুহিত, সাইফুর,সাহেদ, আশিকুর, নাদিম ও মেহরাব প্রমূখ।

বক্তরা বলেন ২০১৪ সালে প্রতিষ্টিত হয় স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। শিক্ষার পাশাপাশি অসহায় মানুষের সার্বিক সহায়তা করে আসছে এই সংগঠনটি। তাই সবাইকে এগিয়ে আসার আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।