এসকেএম আশরাফুল হুদা,
অনলাইন নিউজ ডেস্কঃ
ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪ – এ বছর তিনটি ক্যাটাগরিতে মোট ১০ জন এ পুরস্কার পেয়েছেন। প্রিন্ট ক্যাটাগরিতে পাঁচজন, অনলাইনে দুইজন এবং টেলিভিশন ক্যাটাগরি থেকে তিনজন পুরস্কার পেয়েছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর, ২০২৪) রাজধানী ঢাকার পুরানা পল্টনে ইআরএফ’র কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ এর পুরস্কার সেরা ১০ সাংবাদিকের হাতে তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের শিল্প গ্রুপ প্রাণ যৌথভাবে তাদের পুরস্কৃত করে।
অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রিন্ট ক্যাটাগরিতে আমাদের সময়ের জিয়াদুল ইসলাম ও সময়ের আলো’র আলমগীর হোসেন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের জসিম উদ্দিন হারুন ও এফএইচএম হুমায়ূন কবির এবং কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার সাহানোয়ার সাইদ শাহীন পুরস্কার পেয়েছেন।
অনলাইন ক্যাটাগরিতে জাগোনিউজ২৪.কম এর ইব্রাহিম হোসেন অভি, যুগান্তরের মিজানুর রহমান চৌধুরী পুরস্কার পেয়েছেন। এছাড়া টেলিভিশন ক্যাটাগরিতে যমুনা টেলিভিশনের তৌহিদ হোসেন পাপন, একুশে টিভির তৌহিদুর রহমান এবং ইনডিপেনডেন্ট টিভির হরিপদ সাহা এ পুরস্কার পেয়েছেন।