জগন্নাথপুর টাইমসবুধবার , ২৬ এপ্রিল ২০২৩, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের ১৮তম মৃত্যুবার্ষিকী

Jagannathpur Times BD
এপ্রিল ২৬, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

সারোয়ার হোসেন জাবেদ :

স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুস সামাদ আজাদের ১৮তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার, নমিত হৃদয়ে শ্রদ্ধা জানাই।

আব্দুস সামাদ আজাদ (জন্ম- ১৫ জানুয়ারি ১৯২২ – মৃত্যু-২৭ এপ্রিল ২০০৫) ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবাসী সরকারের রাষ্ট্রদূত হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষে ব্যাপক জনমত গড়ে তোলেন। প্রাক্তন এমপি, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ৫ম সংসদের বিরোধী দলীয় উপনেতা।

১৯৪০ সালে সামাদ আজাদ সুনামগঞ্জ মহকুমা মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি হিসাবে ছাত্র রাজনীতিতে পদার্পণ করেন। তিনি তখন সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন ও ইতিহাস বিষয়ে তিনি এম এ পাশ করেন। তৎকালীন সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় থাকার কারণে সরকার তার এম এ ডিগ্রি কেড়ে নেয়। ১৯৪৪-৪৮ সাল পর্যন্ত তিনি সিলেট জেলা মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি ছিলেন।

আব্দুস সামাদ আজাদ একটি নাম একটি রাজনৈতিক অধ্যায়।
তিনি ১৯২২ সালের ১৫ জানুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর  উপজেলার ৫নং হলদিপুর চিলাউড়া ইউনিয়নে ভুরাখালি গ্রামে হাওর পাড়ে জন্মগ্রহন করেন।

১৯৪০ সালে সুনামগঞ্জ জেলা মুসলিম ছাত্র ফেডারেশনের দায়িত্ব পালন করেন এবং ১৯৪৬ সালে একই সংগঠনের অবিভক্ত আসামের সভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৫২ সালে ভাষা আন্দোলনে সময় ঢাকায় ১৪৪ ধারা ভঙ্গ করা হয় যেখানে তাঁর উপস্থিতি ছিল লক্ষনীয় । ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় সক্রিয়ভাবে অংশ গ্রহণ করতে গিয়ে কারা বরণ করেন।

১৯৫৪ সালে সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট থেকে এমএলএ নির্বাচিত হন এবং আওয়ামী লীগের শ্রম সম্পাদক নিযুক্ত হন।
১৯৭০ এর নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে এমএনএ নির্বাচিত হন।
মুক্তিযুদ্ধে প্রথম সারির সংগঠকদের একজন আব্দুস সামাদ আজাদ ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তিনি আবারও দক্ষতার সাথে পররাষ্টমন্ত্রীর পালন করেন।
২০০৫ সালের ২৭ এপ্রিল তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।

সুত্র-
১. বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ও বাংলাদেশের সাবেক মন্ত্রী / উপদেষ্টার তালিকা।
২. মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ আগস্ট ২০১১ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
৩. বাংলাপিডিয়া: বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।