রিয়াজ রহমান,
জগন্নাথপুর টাইমস ডেস্ক :: মরমি সাধক কবি রাধারমণ দত্ত পূরকায়স্থ এর নিজ বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের কেশবপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার আগমন উপলক্ষে এ আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলেও অনিবার্য কারনে তিনি উপস্থিত হতে পারেননি বলে আয়োজনকারীরা জানান।
পরে রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু।
আলোচনা সভায় জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক তকবুর হোসেন, যুক্তরাজ্য বিএনপির নেতা ছমির উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী লায়েক আহমদ বাহাদুর, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাছিম আহমদ রুহেল, জাকির হোসেন, রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সহ- সভাপতি আছকির আলী, সাধারণ সম্পাদক রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক লিটন মিয়া, সদস্য তৈয়বুর রহমান, কামরুল হাসান তেরাই, টুনু মিয়া, রুহিন মিয়া, রিপন মিয়া, চুনু মিয়া, মখলিছ মিয়া, তোতা মিয়া, সমাজ সেবক জেবু মিয়া, আনহার মিয়া, শাহিন মিয়া, মুজিব মিয়া, আবু লেইছ, রুনু মালাকার, এরশাদ আলী, মাসুক মিয়া, অরুন মালাকার৷ আলোচনা সভা শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন জনপ্রিয় বাউল শিল্পী হারুন মিয়া, তানিয়া সরকারসহ স্থানীয় শিল্পীবৃন্দ।