জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫, ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ১৪ ও ১৫ সেপ্টেম্বর

Jagannathpur Times Uk
জুলাই ৩, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান, জগন্নাথপুর টাইমস ডেস্ক :

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য আয়োজিত ত্রয়োদশ ‘বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৫’ আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর (রবি ও সোমবার) পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, অতীতের মতো এবারও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেবেন।

বইমেলার পাশাপাশি নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সেমিনার, কবিদের স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, অতিথি শিল্পীদের সঙ্গে ব্রিটেনের খ্যাতিমান শিল্পীদের সংগীত ও নৃত্য পরিবেশনাসহ নানা সাংস্কৃতিক আয়োজন থাকবে। ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ১০টা এবং ১৫ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য বইমেলা উন্মুক্ত থাকবে। বাংলা ভাষা ও সংস্কৃতিকে প্রবাসে বাঁচিয়ে রাখতে এই উৎসবকে অন্যতম চারণভূমি হিসেবে দেখছেন আয়োজকরা।

‘বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৫’ সফল করতে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য। উৎসবে সকলকে সপরিবারে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।