জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

গবেষণা সংস্থা অ্যাডভান্সড রিসার্চ ফাউন্ডেশন বাংলাদেশ এর আত্মপ্রকাশ

Jagannathpur Times Uk
এপ্রিল ১৮, ২০২৩ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক : বাংলাদেশে স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার লক্ষ্য নিয়ে গবেষণাভিত্তিক সংস্থা অ্যাডভান্সড রিসার্চ ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি) আত্মপ্রকাশ করেছে।

গত শুক্রবার (১৪ এপ্রিল ২০২৩) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে সংস্থাটি যাত্রা শুরু করে। রাজধানী ঢাকার আর্মি গলফ ক্লাবে এই অনুষ্ঠানে দেশের বিশিষ্ট গবেষক, চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার জন্মবার্ষিকী ও এআরএফবির আত্মপ্রকাশ উপলক্ষে কেক কাটা হয়। জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠানে নানা বয়সী শিশুও অংশ নেয়।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন। পরে এআরএফবির ১৯ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এআরএফবির প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) মো. ফসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাধীনতা পদকে ভূষিত চিকিৎসক এআরএফবির সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নুরুন নাহার ফাতেমা বেগম, কানাডীয় ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক জহিরুল হক, এআরএফবির সাধারণ সম্পাদক শিক্ষক-গবেষক জহির বিশ্বাস, নির্বাহী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জালাল উদ্দিন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ওয়াই এম বেলালুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লতিফুল বারী, দৈনিক ইত্তেফাকের জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ নাদিম, কারিতাস বাংলাদেশের প্রশিক্ষণ ও গবেষণা বিভাগের প্রধান থিওফিল নকরেক, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের সাবেক ডিজিএম সেলিনা বানু, চিত্রশিল্পী দেলোয়ার হোসেন, মেটাডোর গ্রুপের কোম্পানি সেক্রেটারি ইসমাইল হোসেন, সংগীত–গবেষক এ বি এম রেজাউল রিপন প্রমুখ। বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।