জগন্নাথপুর টাইমসবুধবার , ১০ মে ২০২৩, ৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

২৩ মে থেকে শুরু হবে সরাসরি সিলেট থেকে হজ ফ্লাইট

Jagannathpur Times BD
মে ১০, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সিলেট :

সিলেটের হজযাত্রীদের সুবিধার্থে ওসমানী বিমানবন্দর থেকে শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট। আগামী ২৩ মে থেকে শুরু হবে সরাসরি ফ্লাইট। সিলেট-জেদ্দা রুটে ৬টি ও সিলেট-মদিনা রুটে একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। সরাসরি ফ্লাইটের তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট অফিসের ব্যবস্থাপক মনসুর আহমদ।

বিমানের সিলেট অফিস সূত্র জানায়, এ বছর সিলেট থেকে হজযাত্রী বেড়েছে দ্বিগুণ। এ বিষয়টি মাথায় রেখে এবার সিলেট থেকে বাড়ানো হয়েছে হজ ফ্লাইট।

সিলেট অঞ্চলের ২ হাজার ৯৭৬ জন হজযাত্রী পরিবহনে ৭টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ৩ জুন সিলেট-মদিনা এবং ২৩ মে, ৬, ১০, ১৭, ১৮ ও ২০ জুন সিলেট-জেদ্দা সরাসরি ফ্লাইট পরিচালিত হবে।         এছাড়া শিডিউল ফ্লাইটেও সিলেট থেকে অনেক হজযাত্রী বাংলাদেশ বিমান পরিবহন করবে বলে জানা গেছে।

হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব) সিলেট চ্যাপ্টারের সভাপতি জহিরুল কবির চৌধুরী শীরু বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আমরা সরাসরি হজ ফ্লাইটের দাবি জানিয়ে আসছিলাম। এ ব্যাপারে গত ২ মে বিমানের সিলেট অফিস ব্যবস্থাপক বরাবরে হাব লিখিত আবেদনও করে। সরাসরি ৭টি হজ ফ্লাইট পরিচালিত হলে তা নিঃসন্দেহে সিলেটবাসীর জন্য আনন্দের।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।