মুহাম্মদ সালেহ আহমেদ :
লন্ডনের আসন্ন মেয়র নির্বাচনে প্রার্থী তালিকায় নাম উঠেছে বাংলাদেশের বরিশালের মোজাম্মেল হোসেনের। তিনি একজন ব্রিটিশ আইনজীবী ও ব্রিটেনের কিউসি (কুইনস কনসাল)। ব্রিটেনে আইন পেশায় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদ হলো কিউসি (রানির রাজত্বকাল)।
মঙ্গলবার ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির মেয়র প্রার্থী হিসেবে সম্ভাব্য তিন প্রার্থীর নাম উঠে এসেছে। তাদের একজন হলেন ব্যারিস্টার মোজাম্মেল হোসেন। মোজাম্মেল হোসেন চূড়ান্ত প্রার্থী নির্বাচিত হলে তিনি হবেন পাকিস্তানি বংশোদ্ভূত লেবার পার্টি থেকে নির্বাচিত লন্ডনের মেয়র সাদিক খানের মূল প্রতিদ্বন্দ্বী। আনুষ্ঠানিকভাবে ১৯ জুলাই জানা যাবে চূড়ান্ত প্রার্থীর নাম।
আলোচিত এই আইনজীবী বলেছেন, তার শৈশবের পারিবারিক অসচ্ছল জীবনযাপন আর আর্থিক দারিদ্র্যের সঙ্গে সংগ্রামের কথা। তিনি বলেন, ১৬ বছর বয়স পর্যন্ত তার নিজের এক জোড়া জুতা ছিল না।
মোজাম্মেল হোসেনের জন্ম বরিশালের একটি মাটির দেয়াল আর টিনের ছাদের ঘরে, যিনি ৮ ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট। তিনি লন্ডনে পড়তে এসেছিলেন ২১ বছর বয়সে। সেই মোজাম্মেল হোসেন এখন ব্রিটেনের নামকরা ক্রিমিনাল ব্যারিস্টার।
১৯৯৫ সালে ২১ বছরে বয়সে ব্রিটেনে এসে আজ লন্ডনের মেয়র হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। তার হাত ধরেই ব্রিটেনে বাংলাদেশিদের অর্ধ শতকের গৌরবোজ্জ্বল পথচলার সর্বশেষ পালক সংযোজিত হলো। কনজারভেটিভ পার্টির মেয়র প্রার্থী হিসেবে সম্ভাব্য তিন প্রার্থীর মধ্যে তার নাম উঠে আসায় তাকে নিয়ে মাতামাতি ব্রিটিশ গণমাধ্যমে।