জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

গানে নিউ ইয়র্কে মুগ্ধতা ছড়ালেন সাবিনা ইয়াসমীন

Jagannathpur Times BD
জুলাই ১৮, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদকঃ

নিজের জনপ্রিয় সব গানে নিউ ইয়র্কে দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়ালেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। প্রবাসী দর্শকদের অন্যরকম এক সন্ধ্যা উপহার দিলেন তিনি। নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় ম্যারি লুইস একাডেমিতে বাংলাদেশ সময় রোববার সন্ধ্যায় এই আসর মাতিয়েছেন তিনি। সাবিনার একক সংগীতানুষ্ঠানের আয়োজক ছিল ‘পিজি গ্রুপ’।

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল এবং হাফসা।

সাবিনা মঞ্চে আসার আগে ‘পিজি গ্রুপের’ চেয়ারম্যান শুভ্রা দত্ত এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। মঞ্চে উঠে গান শুরুর আগে সাবিনা দেশবরেণ্য প্রয়াত ও জীবিত গীতিকার-সুরকারের নাম উল্লেখ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান। গীতিকার-সুরকারদের মধ্যে যারা বর্তমানে অসুস্থ আছেন তাদের আরোগ্য কামনা করেন।

‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’ গান দিয়ে অনুষ্ঠান শুরু করেন সাবিনা।  এরপর একে একে গেয়ে শোনান- ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’, ‘ও সাথীরে যেও না কখনো দূরে’, শত জনমের স্বপ্ন তুমি আমার’, ‘তোমারই পরশে জীবন আমার’, ‘কী করে বলিগো আমি’, ‘বুকের ভেতরে রাখিবো তোমারে’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘প্রেমে পড়েছে মন’, ‘এই মন তোমাকে দিলাম’সহ দুই ডজন গান। গানের শেষে প্রবাসীদের পক্ষ থেকে এই শিল্পীর হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন ‘পিজি গ্রুপের’ প্রধান নির্বাহী কর্মকর্তা পার্থ গুপ্ত। এ সময় দর্শকরা দাঁড়িয়ে সাবিনা ইয়াসমীনকে শ্রদ্ধা জানান।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।