জগন্নাথপুর টাইমসরবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩, ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

মৃদঙ্গ সাহিত্য উৎসব ২২ সেপ্টেম্বর : কবি জাকির জাফরানসহ ৩জন পাচ্ছেন সম্মাননা

Jagannathpur Times BD
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৭:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

সাহিত্য প্রতিবেদক :

কামরুল বাহার আরিফ সম্পাদিত ছোটকাগজ মৃদঙ্গ-এর উদ্যোগে মৃদঙ্গ সাহিত্য সম্মাননার জন্য চূডান্তভাবে নির্বাচিত হয়েছেন কবি জাকির জাফরান, সেলিম মোরশেদ ও শিবলী নোমান।  ২২ সেপ্টেম্বর শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ‘মৃদঙ্গ সাহিত্য উৎসব ২০২৩’-এর এই তিনজনের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

শনিবার (৯ সেপ্টেম্বর ২০২৩) কামরুল বাহার আরিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সাহিত্য-সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য তিনটি শাখায় মৃদঙ্গ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শাখাগুলো হলো: কবিতা, কথাসাহিত্য ও সাংবাদিকতা। এরমধ্যে কবিতায় জাকির জাফরান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ ও সাংবাদিকতায় শিবলী নোমানকে এবার সম্মাননা দেওয়া হবে।

উৎসব কমিটি মনে করে প্রস্তাবিত সকলেই সম্মাননা পাওয়ার যোগ্য এবং বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় তাঁরা সবাই বিশেষ অবদান রেখে চলেছেন। আগামী ২২ সেপ্টেম্বর এই তিন জনকে মৃদঙ্গ সম্মাননায় ভূষিত করা হবে।

উৎসবের আহ্বায়ক ও মৃদঙ্গ সম্পাদক কামরুল বাহার আরিফ বলেন, ‘যারা বাংলা সাহিত্যে ও সাংবাদিকতায় নিবেদিত প্রাণ হিসেবে নিরন্তর কাজ করে চলেছেন, তাদের অনুপ্রেরণা ও স্বীকৃতি দিতেই এই উৎসব ও সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।