সঙ্গ-প্রসঙ্গ
মামুন সুলতান
::
আর কারো সঙ্গ চাইনা মল্লিকা এই মোহনায়
পক্ষী কিংবা মৎস্যসঙ্গ মরণকালে কেউ চাইতে পারে না
মৃত্যুসভায় ওষ্ঠরা কখনো নড়ে না
ধরো এই মুহূর্তে আমার চারদিকে অবশিষ্ট কেউ নেই
তোমার প্রসঙ্গ এলে সঙ্গীহীন
হতাশ এক পৃথিবী হাঁটুগেড়ে বসে
নিরাশ চোখে আমার দিকে তাকায়
চৈতালি মাঠের মত ঠাট্টা করে বেরসিক হাসিতে ফেটে পড়ে
মাঝে মাঝে থুতনি তুলে আড়চোখে দেখে
দেখুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না
ও পাখি উড়াল মারো আমার সঙ্গ ছাড়ো এখুনি
আমার কোনো প্রসঙ্গ নেই আমার কোনো প্রাসঙ্গিক নেই
মাটির থাকে না কোনো প্রসঙ্গ প্রকরণ
মাটির মতোই আমি; মাটির মতই দলিত হই প্রতিদিন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।