জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

মানবজীবনে কবিতার ব্যাপক প্রভাব- কেমুসাসের ১১৭৭ তম সাহিত্য আসরে কবি মামুন সুলতান

Jagannathpur Times BD
নভেম্বর ২৩, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

 

সারোয়ার হোসেন জাবেদ, সিলেট :

 

সিলেটে কবি, সাহিত্যক, সাংবাদিক, সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে কেমুসাসের ১১৭৭ তম সাহিত্য আসর সম্পন্ন হয়েছে ।

বিশিষ্ট কবি ও সাহিত্য সমালোচক মামুন সুলতান বলেছেন, সাহসী কবিরা সমাজ বদলে বিশেষ অবদান রাখেন। কবিতাকে সমাজ বদলের একটি হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়। মানবজীবনে কবিতার ব্যাপক প্রভাব রয়েছে। স্বার্থক কবিরা যুগে যুগে কবিতার মাধ্যমে মানবজাতিকে আলোকিত করে সমাজ বদলে বিশেষ অবদান রেখেছেন। আজকের তরুণ কবিদের সেই পথে হাঁটতে হবে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) ১১৭৭ তম সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কেমুসাসের কার্যকরী পরিষদ সদস্য ফায়যুর রাহমানের সভাপতিত্বে আসরে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মুখপত্র আল ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, কেমুসাসের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, কবি হুসাইন ফাহিম ও জয় জাহাজী। কেমুসাসের জীবন সদস্য কামাল আহমদের সঞ্চালনায় আসরে লেখা পাঠে অংশ নেন আতাউর রহমান বঙ্গী, আব্দুস সামাদ, জুবের আহমদ সার্জন, মহসিন আহমদ, সাজিদুর রহমান ও জোবায়দা বেগম আখি।

আসরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি সৈয়দ মবনু, সিরাজুল হক, নাওয়াজ মারজান, সাইয়্যিদ মুজাদ্দিদ, নিলুফা ইসলাম নিলু, তুহিন আহমদ ও ফয়সল আহমদ। আসরে সঙ্গীত পরিবেশক করেন বিমান বিহারী বিশ্বাস। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।