জগন্নাথপুর টাইমসরবিবার , ২৬ নভেম্বর ২০২৩, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদশের প্রথম মুক্তাঞ্চল জকিগঞ্জকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

Jagannathpur Times BD
নভেম্বর ২৬, ২০২৩ ৯:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

এসকেএম আশরাফুল হুদা  :

বাংলাদশের প্রথম মুক্তাঞ্চল দিবস জকিগঞ্জে নানা আনুষ্ঠানিকতায় উদযাপন করা হলেও রাষ্ট্রীয়ভাবে আজও স্বীকৃতি মেলেনি। বিজয়ের প্রভাতে স্বাধীনতার নিঃশ্বাস নেয়া এই অঞ্চলের লাখ লাখ মানুষসহ বীর মুক্তিযোদ্ধাগণ দেশের প্রথম মুক্তাঞ্চল জকিগঞ্জকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিতে দাবী জানিয়ে আসছেন যুগ যুগ ধরে। এ নিয়ে দেশ বিদেশেও নানা কর্মসূচি পালন অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় আমরা জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে গত ২১ নভেম্বর মঙ্গলবার বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও র‌্যালি। র‌্যালিটি আলতাব আলী পার্ক থেকে ব্রিটলাইন মসজিদে গিয়ে শেষ হয়।

এতে কাউন্সিলর সেরওয়ান চৌধুরীর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি আবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন টাওয়ার হামলেটস এর স্পিকার জাহেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আপাশেন এর সিও মাহমুদ হাসান এমবিই এবং সাবেক মেয়র কাউন্সিলর ফারুক আহমেদ চৌধুরী, টাওয়ার হামলেটস এর ডেপুটি স্পিকার জকিগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, আলীনগর ইউনিয়ন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, জকিগঞ্জ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা কামাল এমসিএ রহমান, সংগঠনের সিনিয়র ইসি মেম্বার একে আজাদ তাপাদার লিটু সংগঠনের ট্রেজারার গোলাম মর্তুজা চৌধুরী ইকবাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন চৌধুরী ফেরদৌস, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান, জয়েন সেক্রেটারি ফজলে আহমেদ চৌধুরী একলিম, জয়েন সেক্রেটারি জয়নুল আবেদীন ,জয়েন সেক্রেটারি শাকিল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদ আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গুলজার আহমেদ, সহকারি ট্রেজারার মইনুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, প্রচার সম্পাদক কামরুল ইসলাম , আশফাক আহমেদ চৌধুরী তাজুল ইসলাম , আলীনগর সমিতির সহ-সভাপতি আতিক আহমেদ চৌধুরী প্রমুখ। আলীনগর সমিতি আমরা জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের দাবির সাথে একাত্মতা পোষণ করে। পরে দোয়া পরিচালনা করেন মেনর পার্ক মসজিদের খতিব হাফিজ মওলানা এনামুল হক।

সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।