চৈত্র থেকে ফাল্গুন
নূর আনাম
::
মেঘের বুকে এক ফালি চাঁদের শহরে আমার স্বপ্ন জমা রাখিস, চৈত্রের খরা কিংবা বৈশাখের গর্জন কেটে গেলে ফিরিয়ে দিস জৈষ্টের আম কুড়ানীর ভীড়ে।
আষাঢ়ের বৃষ্টি দেখলেই ভিজতে ইচ্ছে করে বলে কাদিস কেনো শ্রাবনের জলধারায়।
এবার তালের পিঠা হয়নি ভাদ্রের রাতে, আশ্বিনের জলভাটায় পানসী নিয়ে ঘুরতে যাবো বিলের ঢেউ খেলানো শ্রোতে, সেথায় গোমটা পড়ে খেলিস বৌ ঠাকুরের শুভ্র পাশা।
কার্তিক মাসটা নিদানকাল সখি উপোস কাটে মজুরের কুড়েঘরে,
ভালোবাসায় ভুলিয়ে দিস অভাবের সংসার।
কথা দিলাম, অঘ্রানে তোরে কিনে দেবো লাল পাড় শাড়ী, সাথে মানিয়ে নেয়া রেশমী চুড়ি আর নাকফুল।
ভাবিসনা শীত নিয়ে!
পৌষের রাতে নকশিকাঁথায় মুড়ি দিয়ে শুয়ে থাকবো জড়োসরো।
হার কাঁপানো শীতেও গভীর উষ্ণতায় কেটে যাবে মাঘের ঘন কুয়াশার রাত।
মেলায় যাবে বলে বায়না করেছিলি গত ফাল্গুনে, আমার মনে আছে সেদিনের অভিমান, এবার বসন্তের প্রথম ভোরে দুজন স্নান করে হাঠবো পাশাপাশি, যাবো মেলায়।
আমাদের বারোমাস কেটে যাবে এভাবেই, ভালোবাসার ছায়াতলে, স্বপ্নময় গভীর আলীঙ্গনে।