নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের সহযোগিতা নেয়ার কোনো প্রয়োজন নেই। তবে বিদেশী পর্যবেক্ষকদের নিয়ে সরকারের কোনো আপত্তি নেই। বিদেশী পর্যবেক্ষকরা বাংলাদেশে নির্বাচন দেখে শিখতে পারে।
সোমবার (৩ এপ্রিল ২০২৩) জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ড. মোমেন বলেন, অনেক উন্নত রাষ্ট্র নির্বাচনে বিদেশী পর্যবেক্ষকের অনুমোদন দেয় না। তবে এ ব্যাপারে আমাদের আপত্তি নেই। আমরা পর্যবেক্ষকদের স্বাগত জানাই। তারা এসে দেখুক, আমাদের দেশে কত সুন্দর, স্বচ্ছ, আনন্দঘন পরিবেশে নির্বাচন হয়। ওদের দেশেও এত আনন্দময় পরিবেশে নির্বাচন হয় না।
জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাথে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে উল্লেখ করে ড. মোমেন বলেন, রোহিঙ্গাদের জন্য অর্থের যোগান কমছে। আমি বলেছি, যারা অর্থ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে তাদের কাছ থেকে অগ্রাধিকার ভিত্তিতে তা সংগ্রহ করুন। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সঙ্কটের শুরু থেকেই সহযোগিতা করে যাচ্ছে। তাদের কোনো গাফিলতি নেই। কিন্তু অন্য অনেক দেশ আগে বেশ সাহায্য করেছে, এখন অনেক কমিয়ে দিয়েছে।