জগন্নাথপুর টাইমসবুধবার , ১২ জুন ২০২৪, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

কবিতাস্বজন ইউকের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

Jagannathpur Times Uk
জুন ১২, ২০২৪ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

মির্জা আবুল কাসেম :

কবিতাস্বজন ইউকের উদ্যোগে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ইস্ট লন্ডনে একটি হলে সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।

সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন কবি আতাউর রহমান মিলাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি এ কে এম আব্দুল্লাহ।

বিলাতের বিভিন্ন শহর থেকে আগত কবি সাহিত্যিক ও কবিতাপ্রেমিদের সাথে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত সাংবাদিক শর্মিলা মাইতি।

কবিতাস্বজনের পক্ষ থেকে অতিথিকে ফুল ও উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান- কবি আসমা মতিন, কবি মোহাম্মদ ইকবাল, কবি মোসাইদ খান, কবি শামীম আহমদ, কবি মুহাম্মদ মুহিদ, টিভি উপস্থাপক হেনা বেগম,কবি হাফসা ইসলাম, কবি নাজমা কুদ্দুস।

অনুষ্ঠানে স্বরচিত কবিতাপাঠ ও শুভেচ্ছা বক্তব্যে অংশ নেন- কবি আতাউর রহমান মিলাদ, কবি মজিবুল হক মনি, কবি মাশুক ইবনে আনিস, কবি মুহাম্মদ ইকবাল, কবি মোসাইদ খান, কবি শামীম আহমদ, কবি মুহাম্মদ মুহিদ, কবি এ কে এম আব্দুল্লাহ, কবি আসমা মতিন,ডাক্তার গিয়াস উদ্দিন, অধ্যাপক মিছবাহ কামাল, নোমান আহমদ,কামাল কাদের,সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, সাংবাদিক রহমত আলী, সাংবাদিক মতিয়ার চৌধুরী, হেনা বেগম, মোহাম্মদ শাহনুর মিয়া, শর্মিষ্ঠা হালদার,মোহাম্মদ আব্দুল মুকিত,মোহাম্মদ আব্দুল হাই, মীর আব্দুর রহমান, আয়েশা খানম,মাহমুদুর রহমান মান্না, শাহিনুর, হাওয়া বিবি, আব্দুল সাত্তার প্রমুখ।

অতিথির বক্তব্যে সাংবাদিক শর্মিলা মাইতি বলেন, তৃতীয় বাংলা খ্যাত লন্ডনের সাহিত্য আড্ডায় উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

এধরনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য কবিতাস্বজনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া বিলাতে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতিকে লালন ও প্রসার প্রচারের ভূয়াসি প্রশংসা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।