মির্জা আবুল কাসেম :
১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইংল্যান্ডের উত্তর—পশ্চিমাঞ্জলের বাংলাদেশিদের ভূমিকা নিয়ে প্রকাশিত হয়েছে ‘স্টোরিজ অব ৭১’। বইটি লিখেছেন এজহিল ইউনিভার্সিটির সাবেক সিনিয়র লেকচারার তাসলিম শাকুর এবং ব্রিটেনে জন্ম ও বেড়ে ওঠা তরুণ প্রজন্মের লেখিকা শবনম আহসান।
বইটিতে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশ নেয়া যুক্তরাজ্যের উত্তর—পশ্চিমাঞ্চলে বসবাসকারী বাংলাদেশিদের মধ্য থেকে ১২ জনের যুদ্ধকালীন অভিজ্ঞতার বর্ণনা রয়েছে।
সম্প্রতি যুক্তরাজ্যের উত্তর—পশ্চিমাঞ্চলের শহর প্রেস্টনে বইটির উপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে প্রেস্টন বাংলাদেশি ইনভেস্টমেন্ট গ্রুপ।
অনুষ্ঠানে লেখকদ্বয় বই লেখার বিভিন্ন পর্যায়ে যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা বর্ণনা করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কাউন্সিলর আহমেদ আলী, গ্রেটার ম্যানচেষ্টার চট্টগ্রাম এসোসিয়েশনের সভাপতি এস এম ফয়সাল কবির, সাংবাদিক নূরুল আকবর সবুজ প্রমুখ।
মাত্র ১৩ বছর বয়সে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি কীভাবে জড়িয়েছিলেন তার বর্ণনা করেন। ১৯৭১ সালের আমাদের অহংকারের মুহুর্তগুলোকে বই আকারে প্রকাশ করায় লেখকদ্বয়কে ধন্যবাদ জানান।
নলেজ উইদাউট বর্ডার্স এবং সূচনা প্রিন্টার্স বইটি যৌথভাবে প্রকাশ করেছে।