মুহাম্মদ সালেহ আহমেদ :
প্রিন্স হ্যারির আত্মজীবনী স্পেয়ার–এর পেপারব্যাক সংস্করণ প্রকাশ করবে প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন র্যান্ডম হাউস। এ বছরের ২২ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে স্পেয়ার–এর পেপারব্যাক সংস্করণ পাওয়া যাবে।
তবে যুক্তরাজ্যে পেপারব্যাক সংস্করণ প্রকাশিত হবে ২৪ অক্টোবর। এশিয়া, ইউরোপ, দক্ষিণ আমেরিকাসহ মোট ১৬টি ভাষায় প্রকাশিত হবে প্রিন্স হ্যারির আত্মজীবনীর এই পেপারব্যাক সংস্করণ। হার্ডকভারে বইটি প্রথম বের হয়েছিল ২০২৩ সালে, ৩৭টি ভাষায়। তখন পাবলিশার্স উইকলির বেস্টসেলার বইয়ের তালিকায় তিন নম্বরে ছিল স্পেয়ার। এনপিডি বুকস্ক্যানের কাছে তথ্য পাঠানো দোকানগুলোর মাধ্যমে এই বই এক দশমিক দুই মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। তবে পেঙ্গুইন র্যান্ডম হাউস জানিয়েছে, বইটি বিশ্বব্যাপী ছয় মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে। এ ছাড়া দ্রুত বিক্রি হওয়া ননফিকশন বই হিসেবে ওয়ার্ল্ড রেকর্ডও গড়েছে।
সূত্র: পাবলিশার্স উইকলি