নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।
এর আগে, এবি পার্টি থেকে পদত্যাগ করেছেন তিনি।
গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। তবে শনিবার এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা ভোগ করবেন।
তাজুল ইসলাম ছাড়াও ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তারা হলেন-মিজানুল ইসলাম (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সমমর্যাদা), গাজী মোনাওয়ার হুসাইন তামিম (ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমমর্যাদা), বি এম সুলতান মাহমুদ (ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমমর্যাদা) ও আব্দুল্লাহ আল নোমান (সহকারী অ্যাটর্নি জেনারেল সমমর্যাদা)।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
অ্যাডভোকেট তাজুল ইসলাম। ফাইল ছবি