জগন্নাথপুর টাইমসশনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

Jagannathpur Times Uk
সেপ্টেম্বর ২১, ২০২৪ ৮:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:  জগন্নাথপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী পালিত হয়েছে পবিত্র  ঈদে মিলাদুন্নবী (সাঃ) দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভুঞা, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা লুৎফুর রহমান, হবিবপুর-কেশবপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি আবিবুল বারী আয়হান, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর সরকারী গার্লস হাই স্কুলের সভাপতি মোঃ সানোয়ার হাসান সুনু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রোটারিয়ান জামাল আহমদ, কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক মিয়া, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা সৈয়দ মসরুর আহমদ, উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাজোওয়ার, পৌর বিএনপির সাংগঠনিক  সম্পাদক মোঃ শামসুল হক, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আহমদ শাফি, স্বাগত বক্তব্য রাখেন- হাফেজ মাওলানা মুহিবুর রহমান।
পরিশেষে দোয়া মাহফিল পরিচালনা করেন- জগন্নাথপুর মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা জুবায়ের আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন  উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ রুহল আমিন।
এসময় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।বক্তারা, মানবতার মুক্তি দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের বিভিন্ন দিক আলোচনা করে বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে জীবনের সর্ব ক্ষেত্রে প্রিয়  নবীজি (সাঃ) এর আদর্শ বাস্তবায়ন করতে হবে।

বাদ জোহর উপজেলার মডেল মসজিদে এক মিলাদ ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে বাদ মাগরিব পৌরশহরের কুমার খালি রোডস্থ আল মদিনা জামে মসজিদে ঈদে মিলাদুনবী (সাঃ) উপলক্ষে মিলাদ ও দুয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া উপজেলার প্রায় সবকটি মসজিদ মাদরাসা, স্কুল-কলেজে  মিলাদ ও দোয়া মাহফিলের আযোজন করা হয়। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।

 

 

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।