জগন্নাথপুর টাইমস ডেস্ক :
বাংলা একাডেমি পরিচালিত ছয়টি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে।
সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৪
সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৪—এ ভূষিত হয়েছেন সদ্যপ্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন—উর—রশিদ। এ পুরস্কারের অর্থমূল্য ১,০০,০০০/— (এক লক্ষ টাকা)।
সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২৪
সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২৪—এ ভূষিত হয়েছেন প্রাবন্ধিক—গবেষক ড. ওয়াকিল আহমদ। এ পুরস্কারের অর্থমূল্য ১,০০,০০০/— (এক লক্ষ টাকা)।
কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০২৪
কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০২৪—এ ভূষিত হয়েছেন শিশুসাহিত্যিক আবু সালেহ। এ পুরস্কারের অর্থমূল্য ১,০০,০০০/— (এক লক্ষ টাকা)।
অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার ২০২৪
অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার ২০২৪—এ ভূষিত হয়েছেন নাট্যজন নায়লা আজাদ। এ পুরস্কারের অর্থমূল্য ১,০০,০০০/— (এক লক্ষ টাকা)।
আবু রুশদ সাহিত্য পুরস্কার ২০২৪
আবু রুশদ সাহিত্য পুরস্কার ২০২৪—এ ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক নাসিমা আনিস। এ পুরস্কারের অর্থমূল্য ১,০০,০০০/— (এক লক্ষ টাকা)।
রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪
রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪—এ ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার (সামগ্রিক অবদানের জন্য)। এ পুরস্কারের অর্থমূল্য ২,০০,০০০/— (দুই লক্ষ টাকা)।
এছাড়া অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৩ সালে প্রকাশিত ‘রাইমঙ্গল’ উপন্যাসের জন্য রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪—এ ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক সুমন মজুমদার। পুরস্কারের অর্থমূল্য ১,০০,০০০/- (এক লক্ষ টাকা)।
সংবাদ বিজ্ঞপ্তি