জগন্নাথপুর টাইমসবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় পিএসসি চেয়ারম্যানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

Jagannathpur Times Uk
জানুয়ারি ১৫, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ 

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম-এর সঙ্গে বুধবার সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সম্প্রতি পিএসসি গৃহীত নানা কার্যক্রম ও সংস্কার সম্পর্কে ব্রিটিশ হাইকমিশনারকে অবগত করেন চেয়ারম্যান। ব্রিটিশ হাইকমিশনার পিএসসির বিভিন্ন সংস্কার ও গতিশীলতার বিষয়ে উচ্চ প্রশংসা করেন। আগামী পাঁচ বছরে পিএসসির কী কী সংস্কার ও পরিবর্তন আনা হবে, সে বিষয়ে চেয়ারম্যান ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেন।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্ম কমিশনের সদস্য চৌধুরী সায়মা ফেরদৌস পিএসসির রূপান্তর পরিকল্পনা ও কৌশলগত পরিকল্পনার বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারকে অবহিত করেন। সারাহ কুক বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে একটি আধুনিক, গতিশীল ও মর্যাদাপূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।