জগন্নাথপুর টাইমস ডেস্কঃ বাংলাদেশে সাংবাদিকদেরদের উপর হামলা, মিথ্যা মামলা, নিপীড়ন ও অন্যায় ভাবে কারারুদ্ধ করনের প্রতিবাদে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে প্রবাসী সাংবাদিকদের ব্যানারে ব্রিটেনে বসবাসরত সাংবাদিকরা প্রতিবাদ সমাবেশ করেছেন। প্রতিবাদ সমাবেশ থেকে কারারুদ্ধ সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
গত১৬ জানুয়ারী ২০২৫ লন্ডন সময় বিকেল চার ঘটিকায় প্রতিবাদ সমাবেশে আজিজুল আম্বিয়িার সভাপতিত্বে ও কামরুল আই রাসেলের পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রবীণ সাংবাদিক ও এক্সিকিউটিভ কমিটির সদস্য রিচার্ড বর্ন, লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক জনমত সম্পাদক বিডি নিউজের লন্ডন প্রতিনিধি কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের ভাইস পেসিডেনট সৈয়দ নাহাস পাশা, বিবিসির সাবেক সাংবাদিক শামিম চৌধুরী, ব্যারিস্টার তানিয়া আমির ,বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী ওবিই, সিনিয়র সাংবাদিক উর্মী মাজহার, ইউকে বাংলা রিপোর্টার ইউনিটির সভাপতি সাজিদুর রহমান, চ্যানেল এস টিভি ও লন্ডন বাংলা প্রেসক্লাব এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাংবাদিক মোঃ রেজাউল করিম মৃধা, মানবাধিকার কর্মী আব্দুল আহাদ চৌধুরী, সাংবাদিক জুয়েল রাজ সাংবাদিক, নজরুল ইসলাম অকিব, ইমদাদুন খান মিফাতুল নূর ও জামাল আহমদ খান প্রমূখ ।
সাংবাদিকদের সাথে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ সমাবেশে অংশ নেন প্রবাসী মুক্তিযোদ্ধা ও সুশিল সমাজের প্রতিনিধিরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন সাংবাদিকরা জাতির বিবেক, অন্তরবর্তি কালীন সরকার অন্যায়ভাবে সাংবাদিকদের বন্দি করছে। দেশের সিনিয়র সাংবাদিকদের উপর অহেতুক অসংখ্য মিথ্যা মামলা দিয়ে তাদের নিপীড়ন করছে। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নেই সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারছেনা, কথা বলতে পারছেনা। অন্যদিকে মুক্তমনা সাংবাদিকদের বন্দি করে তাদের উপর জুলুম করছে।