জগন্নাথপুর টাইমস ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রবাসীদের অর্থায়নে ইসলামপুর গ্রামে সুন্নিয়া ক্বাদরিয়া ইসলামিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল তিনটায় মাদ্রাসার ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়, এর মধ্য দিয়ে গ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে।
ইসলামপুর মাদ্রাসা কমিটি ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পুরো গ্রাম উৎসবমুখর হয়ে ওঠে। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা কমিটির সভাপতি হাজি বাবুল আহমদ।
অনুষ্ঠান পরিচালনা করেন মো. জুবায়েল আহমদ শিপন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন মাদ্রাসা কমিটির সেক্রেটারি আবু সাঈদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্ব বুধরাইল আটঘর আউদত ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা আমির আলী।
বিশেষ অতিথি ছিলেন শাহ জালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে আহমেদ, মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা ও গ্রামের বিশিষ্ট মুরুব্বি গিয়াস উদ্দিন, সাবেক মেম্বার আব্দুল মোসব্বির, আবুল হুসেন, এলাইছ মিয়া, মখদ্দছ আলী প্রমুখ।
স্থানীয়রা জানান, মাদ্রাসাটি গ্রামবাসীর দীর্ঘ ৪০ বছরের লালিত স্বপ্ন। ১৯৮৪ সালে মাদ্রাসার জন্য স্থান নির্ধারণ করা হলেও চলতি বছরের ২৩ জানুয়ারি মাদ্রাসার ভিত্তিপ্রস্থর স্থাপনের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ হলো। এই স্বপ্ন পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন যুক্তরাজ্য, আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের প্রবাসীরা।
এলাকাবাসী আরো জানান, এই মাদ্রাসা শিক্ষার নতুন দ্বার উন্মোচন করবে। গ্রামবাসীর পক্ষ থেকে প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয়। তাঁদের আর্থিক সহায়তা, উদ্যোগ ও সময়ের জন্য এ স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। গ্রামবাসী প্রবাসীদের এই অবদানকে চিরস্মরণীয় বলে উল্লেখ করেছেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মাদ্রাসার সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শিরণি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। সংবাদ বিজ্ঞপ্তি