জগন্নাথপুর টাইমসসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটিশ বাংলা দাবা ক্লাবের “শ্রেয়াস“ যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার

Jagannathpur Times Uk
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান :

জগন্নাথপুর টাইমস ডেস্ক : ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশনের প্ৰতিষ্ঠাকালীন কনিষ্ঠতম সদস্য শ্রেয়াস রয়েল এখন যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার।

১০ বছর আগে পূর্ব লন্ডনের এই দাবা ক্লাবটি প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৫ সালের সামারে অনুষ্ঠিত প্রথম টুর্নামেন্টে জুনিয়ার বিভাগে শ্রেয়াস রয়েল দ্বিতীয় স্থান লাভ করেছিলেন। পরবর্তী বছর ২০১৬ সালের ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশন (বিবিসিএ) আয়োজিত প্রথম আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় শ্রেয়াস রয়েল মেজর বিভাগে অংশ নিয়ে দ্বিতীয় স্থান লাভ করেন। এর পর শ্রেয়াসকে আর পেছনে তাকাতে হয়নি, একের পর এক প্রতিযোগিতায় জয়লাভ করে গত আগস্ট মাসে দাবার জগতে সর্বোচ্চ উপাধি গ্র্যান্ড মাস্টার টাইটেল লাভ করেন।
শুধু তাই নয়, মাত্র ১৫ বছর সাত মাস বয়সে গ্র্যান্ড মাস্টার টাইটেল লাভ করে শ্রেয়াস যুক্তরাজ্যের সর্ব কনিষ্ঠ গ্র্যান্ড মাস্টারের স্থানটিও দখল করে নেন। এর আগে এই রেকর্ডটি ছিল গ্র্যান্ড মাস্টার ডেভিড হাওয়েলের দখলে। বর্তমানে ৩৪ বছর বয়স্ক ডেভিড হাওয়েল ১৬ বছর বয়সে গ্র্যান্ড মাস্টার টাইটেল লাভ করেছিলেন। শ্রেয়াস রয়েল-এর গ্র্যান্ড মাস্টার টাইটেল প্রাপ্তিতে বিবিসিএ এর সকল সদস্য গর্বিত।

২রা ফেব্রুয়ারি রোববার এ উপলক্ষে টাওয়ার হ্যামলেটস প্যারেন্টস সেন্টারে বিবিসিএ কার্যালয়ে গ্র্যান্ড মাস্টার শ্রেয়াস রয়েলকে নিয়ে একটি উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারেন্টস সেন্টারের পরিচালক ডক্টর এম এ হান্নান।

বিবিসিএ এর প্রধান উপদেষ্টা আবু মুসা হাসানের স্বাগত ভাষণ এবং সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাহমুদ মাজেদ ও সাংগঠনিক সম্পাদক আশরাফ নান্নু।

অনুষ্ঠানের শুরুতে ফুলের তোড়া দিয়ে জি এম শ্রেয়াস রয়েলকে বরণ করে নেয়া হয়। ক্লাবের জুনিয়র সদস্য আরমান নীলিম এবং অভিরাজ ভাদুড়ী গ্র্যান্ড মাস্টার শ্রেয়াজ রয়েল এবং ডক্টর হান্নানের হাতে ফুলের তোড়া তুলে দেন।

ছোটবেলায় বিবিসিএ এর টুর্ণামেন্টসমূহে শ্রেয়াস রয়েলের প্রাইজ গ্রহণ এবং প্যারেন্টস সেন্টারে খেলার কিছু দুর্লভ ছবি তাকে উপহার দেয়া হয়।
সভাপতি মাহমুদ মাজেদ তাকে উপহার দেন ফ্রেমে বাঁধানো কবিতা।

এই অনুষ্ঠানে জি এম শ্রেয়াস রয়েল বিবিসিএ-এর ১৩
জন প্রতিপক্ষের বিরুদ্ধে যুগপৎভাবে প্রদর্শনী দাবা (সাইমালটেনেয়াস চেস) খেলেন। এতে ১২ জন হেরে গেলও রাগু কামাথ ড্র করতে সক্ষম হন।

গ্র্যান্ড মাস্টার শ্রেয়াস রয়েল এবং ডক্টর হান্নান আনুষ্ঠানিকভাবে ‘বিবিসিএ প্রেসিডেন্ট কাপ চ্যাম্পিয়নশিপ ২০২৫’ এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জি এম শ্রেয়াস রয়েলকে বিবিসিএ-এর আজীবন সদ্যস পদ প্রদান করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে শ্রেয়াস রয়েল বিবিসিএ এর সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকাকালীন সময়ের স্মৃতিচারণ করে বলেন, বিবিসিএ -এর আয়োজনে টুর্নামেন্টে এবং ক্লাবে খেলে তিনি অনুপ্রাণিত হয়েছেন এবং সামনের দিকে এগিয়ে যেতে পেরেছেন। তার গ্র্যান্ড মাস্টার টাইটেল প্রাপ্তিতে সংবর্ধনা জানানোর জন্য এবং তাকে ক্লাবের আজীবন সদস্যপদ দেয়ার জন্য তিনি বিবিসিএ -এর প্রতি কৃতজ্ঞতা জানান। তার বাবা জিতেন্দ্র সিং ও সংক্ষিপ্ত বক্তব্যে বিবিসির প্রশংসা করেন এবং বলেন যে, বিবিসির সাথে সবসময় তাদের যোগাযোগ থাকবে।

শ্রেয়াস রয়েলের গ্র্যান্ড মাস্টার টাইটেল প্রাপ্তিতে অত্যন্ত আনন্দিত হয়েছেন বলে উল্লেখ করে ড. হান্নান বলেন, এই দাবা ক্লাবেরই অগ্রগতির জন্য তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে।
বাঙালি দাবাড়ুদের উদ্যোগে এই দাবা ক্লাবটি প্রতিষ্ঠিত হলেও বিভিন্ন জাতিসত্তার দাবা খেলোয়াড়রা এই ক্লাবের সদস্য। সবার জন্যই এই ক্লাবের দ্বার উন্মুক্ত। প্রতি রোববার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্রিকলেনের সন্নিকটে টাওয়ার হ্যামলেটস প্যারেন্টস সেন্টারে দাবাড়ুদের আসর বসে। এতে চৌকস দাবাড়ুদের পাশাপাশি নবীন দাবা খেলোয়াড়দেরও সমাগম হয়। দাবা খেলতে বা শিখতে আগ্রহী যে কোন বয়সের খেলোয়াড়কে বিবিসিএ স্বাগত জানাবে।

বিবিসিএ-এর দুটি দাবা টিম নিয়মিতভাবে ঐতিহ্যবাহী লন্ডন চেস লীগে খেলে আসছে। ইতোপূর্বে ছয়টি ক্লাবের সমন্বয়ে অনুষ্ঠিত লন্ডন সামার লিগে বিবিসিএ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছিল।

২০১৬ এবং ২০১৭ সালে অনুষ্ঠিত ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশন (বিবিসিএ) আয়োজিত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় সাবেক ব্রিটিশ চেস চ্যাম্পিয়ান জি এম ম্যাথু
সেডলার, হাঙ্গেরিয়ান জি এম ফোডোর, ক্রোয়েশিয়ান জি এম বোগদান লালিচ এবং ডব্লিউ আই এম নাতাশা রিগ্যান প্রমুখ প্রতিথযশা দাবাড়ুরা অংশগ্রহণ করেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।