শায়েখ কামালী, বার্মিংহাম থেকে :
২২ মে ২০২৩, সোমবার লন্ডনে গ্রেটার শাহার পাড়া ব্যাডমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত হবে।
খেলাধুলার মাধ্যমে নিজেদের ঐক্য, সম্প্রীতি বাড়ানোর লক্ষে এবং সুন্দর সমাজ-কমিউনিটি গড়ার জন্য
প্রতিবছরের মতো এবারো যুক্তরাজ্যস্থ এলায়েন্স অব শাহার পাড়ার তত্ত্বাবধানে লন্ডনে ২২ মে ২০২৩ইং গ্রেটার শাহার পাড়া ব্যাডমিন্টন টুনামেন্টের আয়োজন করতে যাচ্ছে।
এ খেলার ভ্যানু হচ্ছে –
ইউ ই এল, স্পোর্টস ডক,
লন্ডন ই১৬ ২আর ডি ।
এন্ট্রি ফি £৩০ ,
রেজিস্টেশনের সময় অপরাহ্ন ২ ঘটিকা।
খেলা শুরু হবে বিকেল ৩ টায়।
লন্ডনে ২২ মে ২০২৩ইং সোমবার নির্ধারিত ভ্যানুতে গ্রেটার শাহার পাড়া ব্যাডমিন্টন টুনামেন্টে ক্রীড়ামোদীরা অংশ গ্রহণ করে এবং গ্রেটার শাহার পাড়ার সর্বস্তরের জনগণ, অন্যান্য এলাকার ক্রীড়ামোদীরা উপস্থিত হয়ে খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাজ্যস্থ এলায়েন্স অব শাহার পাড়ার নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি